আপনজন ডেস্ক: সীমান্তবর্তী রুশ প্রদেশ রোস্তভের নোভোশাখতিনস্ক শহরের একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। বুধবার স্থানীয় সময় সকাল ৮ টা ৪০ ও ৯ টা ২০ মিনিটে পর পর দুটি ড্রোন ওই তেল শোধনাগারে আঘাত হানে বলে জানিয়েছে ওই শোধনাগার কর্তৃপক্ষ।নোভোশাখতিনস্ক শহরের ওই শোধনাগারটি রোস্তভের সবচেয়ে বড় জ্বালানি তেল শোধনাগার। ইউক্রেন সীমান্ত থেকে শোধনাগারটির দূরত্ব মাত্র আট কিলোমিটার। ড্রোন হামলার পরপরই কারখানার বিভিন্ন অংশে আগুন ধরে যায়, সামাজিক যোগাযোগামাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক স্থির চিত্র ও ভিডিতে দেখা গেছে আগুন থেকে উপরের দিকে পাকিয়ে উঠছে বিশাল কালো ধোঁয়ার কুন্ডলি। তবে হামলায় শোধানগার কর্মীদের কেউ হতাহত হননি বলে জানিয়েছে শোধনারগার কর্তৃপক্ষ। পাশাপাশি, আগুন ধরে যাওয়ার সঙ্গে সঙ্গে তেল শোধন কার্যক্রম বন্ধ করে কর্মীদের নিরপদ স্থানে সরিয়ে নেওয়ার তৎপরতা শুরু হয়।এক বিবৃতিতে তেল শোধনাগার কর্তৃপক্ষ বলেছে, ‘আমরা মনে করছি, সন্ত্রাসী কর্মকাণ্ডের অংশ হিসেবে পশ্চিম সীমান্ত থেকে এই হামলা চলানো হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct