সুব্রত রায়, আপনজন: ভারতে নতুন করে করোনা সংক্রমণের পরিমাণ পেরিয়ে গেল ১৩ হাজারে গণ্ডি। বৃহস্পতিবারের সক্রিয় রোগীর সংখ্যা দেশে বেড়ে হযেছে ৮৩ হাজার ৯৯০। আর দেশে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ৪ কোটি ৩৩ লক্ষের বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, মূলত পাঁচ রাজ্যে সংক্রমণের পরিমাণের বেড়েছে অনেকটা। সেই রাজ্যগুলির দিকে নজর থাকবে। সেই নিয়ে কেন্দ্রীয় সরকার একটি বৈঠকও করবে বলে শোনা গিয়েছে।
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হয়েছে, দেশের মোট আক্রান্তের ৬০ শতাংশ আক্রান্তই মহারাষ্ট্র ও কেরলের বাসিন্দা। এর পাশাপাশি দিল্লি, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ ও হরিয়ানার দিকে বিশেষ নজর রাখছে কেন্দ্র। কেন্দ্রীয় সরাকের পক্ষ থেকে বলা হয়েছে জুন মাসের ৬ তারিখ থেকে ২০ তারিখের মধ্যে, অর্থাৎ শেষ পক্ষকাল জুড়ে এই সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে তেলঙ্গানা ও হরিয়ানাতেও। কেন্দ্রীয় সরকার নিজস্ব রিপোর্ট অনুসারে এই রাজ্যগুলিই মোট সংক্রমণ বৃদ্ধির পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ইতিমধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী দেশের করোনা পরিস্থিতি নিয়ে একটি জরুরি বৈঠক আহ্ববান করেছেন। এর আগে জুন মাসের ১৩ তারিখে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন তিনি। সেখানে দ্বিতীয় দফার টিকাকরণের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তিনি সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বলেছেন, করোনা পরিস্থিতি এখনও শেষ হয়নি। কয়েকটি রাজ্যে এখনও করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। সেই কারণে এখন করোনা আচরণবিধি মেনে চলতে হবে। শারীরিক দূরত্ব মেনে চলতে হবে, মাস্ক পরতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct