সুব্রত রায়, দমদম , আপনজন : কলকাতায় একের পর এক ভুয়ো কল সেন্টার৷ সেগুলি দমনে তৎপর পুলিশ প্রশাসন৷ ফের তিলোত্তমায় আরও এক ভুয়ো কলসেন্টারের পর্দা ফাঁস করল পুলিশ৷ ঘটনায় তিন মহিলা সহ সাত জনকে গ্রেফতার করে পুলিশ৷
গোপন সূত্রে খবর পেয়ে দমদম স্টেশন সংলগ্ন বিপিন গাঙ্গুলি রোডের একটি অফিসে নাগেরবাজার থানার পুলিশ হানা দেয়৷ ওই অফিসেই রমরমিয়ে চলছিল কলসেন্টারের নামে লোক ঠকানো ব্যবসা৷ পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অভিযুক্তরা পালানোর চেষ্টা করে৷ অবশেষে পুলিশের জালে ধরা পড়ে তিন মহিলা সহ সাত জন৷নাগেরবাজার থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযানে ১৬টি মোবাইল ফোন, ওয়াই-ফাই, রাউটার-সহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করেছে৷ পরে সেগুলি বাজেয়াপ্ত করে পুলিশ৷ ধৃতরা ঋণ ও ক্রেডিট কার্ড পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার কারবার ফেঁদে বসেছিল৷ ফোন করে ঋণ দেওয়ার নাম করে উল্টে গ্রাহকদের থেকে টাকা নেওয়ার অভিযোগ ওঠে৷ তিন মহিলা সহ সাতজনকে নাগেরবাজার থানায় নিয়ে যায় পুলিশ৷ অভিযুক্তদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে নাগেরবাজার থানার পুলিশ৷ তাদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে আর কে বা কারা এই চক্রে জড়িত আছে৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct