আপনজন ডেস্ক: নিজস্ব প্রযুক্তিতে তৈরি রকেট সফলভাবে উৎক্ষেপণ করেছে দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার নূরি নামের রকেটটি মহাকাশের কক্ষপথে পৌঁছাই। বিশ্বে গুটিকয় যে দেশ মহাকাশে নিজস্ব প্রযুক্তির যান পাঠিয়েছে, তাদের কাতারে নাম লেখাল দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকা গোহেয়াংয়ের উৎক্ষেপণকেন্দ্র থেকে স্থানীয় সময় আজ বিকেল চারটার দিকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। সিউলের পক্ষ থেকে জানানো হয়েছে, রকেটটি তিনটি ধাপ কাজ করেছে। প্রথমে রকেটটি একটি স্যাটেলাইট নিয়ে নির্দিষ্ট উচ্চতায় যায়। এরপর স্যাটেলাইটটি থেকে আলাদা হয়ে যায়। সব শেষে স্যাটেলাইটটিকে সফলভাবে কক্ষপথে স্থাপন করে রকেটটি। দক্ষিণ কোরিয়ার বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী লি জং-হো বলেন, মহাকাশ কর্মসূচিতে এটি তাঁর দেশের বড় অগ্রগতি। বিশ্বে সপ্তম দেশ হিসেবে দক্ষিণ কোরিয়া দেশীয় প্রযুক্তিতে তৈরি রকেট সফলভাবে উৎক্ষেপণ করতে সক্ষম হলো। ভবিষ্যতে দেশটি মহাকাশ কর্মসূচিতে আরও এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। লি জং-হো আরও বলেন, আগস্ট মাসে চাঁদে পর্যবেক্ষণকারী মহাকাশযান পাঠাবে তাঁর দেশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct