নিজস্ব প্রতিবেদক, বিধাননগর, আপনজন: গ্রীষ্মকালীন সময়ে রক্তের চাহিদা মেটাতে বিধাননগর পুরনিগমের কেষ্টপুর ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বরো চেয়ারম্যান মনীষ মুখার্জি’র উদ্যোগে রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। দুই ক্যাম্পে অসংখ্য মানুষ অংশ নেন। শনিবার ওই শিবির মঞ্চ থেকে সংশ্লিষ্ট ওয়ার্ডের মাসিক পত্রিকা ‘জাগো ২৪’-এর মুদ্রা সংস্কার প্রকাশ কর্মসূচি হয়। যা দেখে দলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায় মনীষকে ভূয়শী প্রশংসা করে বলেন, ‘জাগো ২৪’ নজিরবিহীন। দেশের মধ্যে এই প্রথম দেখলাম কাজের খতিয়ান তুলে ধরতে জনপ্রতিনিধি এমন একটি পত্রিকা’। এদিন মহিলা কর্মীদের হাতে ছাতা প্রদানের পাশাপাশি আগামী দিনের নিজস্ব একটি সামাজিক কর্মসূচি ঘোষণা করেন মনীষ মুখার্জি। যার নামকরণ হয়েছে ‘বিদ্যাসাগর প্রকল্প’। মূলত ওয়ার্ডের পিছিয়ে পড়া পড়ুয়াদের পাশে দাঁড়াতে মনীষের অভিনব এই ভাবনা। নয়া এই প্রকল্প চালু হচ্ছে আগামী ২৯ শে জুলাই-এ বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে। বছরে দু’বার প্রকল্পের সুবিধা পাবেন নার্সারি থেকে মাধ্যমিক স্তরের ছাত্র-ছাত্রীরা। যেখানে বছরে দু’বার শিক্ষা সামগ্রী প্রদান করা হবে প্রাপ্য ছাত্র-ছাত্রীদের। এরই আগে মনীষবাবুর নিজ উদ্যোগে আরও দুটি সামাজিক প্রকল্প চালু হয়েছে। একটি ‘মা মমতা’। অপরটি ‘মা অন্নপূর্ণা’। প্রথমটিতে বিবাহযোগ্য ওয়ার্ডের মহিলারা বিনামূল্যে বিয়ের বেনারসি শাড়ি পান। আর দ্বিতীয়টিতে, পিছিয়ে পড়া নাগরিকদের মাসের অন্নের যোগানদেন মানুষ। এদিনের গোটা ওই সামাজিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মন্ত্রী সুজিত বসু, স্থানীয় বিধায়ক অদিতি মুন্সি, তাপস চ্যাটার্জি, মেয়র কৃষ্ণ চক্রবর্তী, জেলে যুব নেতা দেবরাজ চক্রবর্তী-সহ একঝাঁক নেতৃত্ব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct