আপনজন ডেস্ক: কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় রেল ধর্মঘট যুক্তরাজ্যে। মুদ্রাস্ফীতি যে পরিমাণে হয়েছে, বেতন ততটা বাড়েনি বলে ধর্মঘটে রেলকর্মীরা। মঙ্গলবার থেকে যুক্তরাজ্যে রেল ধর্মঘট শুরু হয়েছে। গত ৩০ বছরের মধ্যে এতবড় ধর্মঘট আর হয়নি। ইউনিয়নগুলোর হুমকি, এরপর অন্য ক্ষেত্রগুলিও ধর্মঘটে সামিল হবে। কারণ, যুক্তরাজ্যে জীবনধারণের খরচ অনেক বেড়ে গেছে। রেল ইউনিয়নগুলোর দাবি, ১৯৮৯ সালের পর থেকে ব্রিটেনে এতবড় ধর্মঘট আর হয়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct