আপনজন ডেস্ক: নতুন করে সব শুরু করছে পিএসজি। সেখানে নেইমার থাকবেন কি না, তা অনিশ্চিত।অন্তত পিএসজি সভাপতির কথায় এমন কিছু ভেবে নিতে পারেন ব্রাজিলিয়ান তারকার সমর্থকেরাচ্যাম্পিয়নস লিগ শেষ ষোলো থেকে ছিটকে পড়ার পর পিএসজিতে পরিবর্তনের আভাস পাওয়া গিয়েছিল। সে আভাস সত্যি করেই ক্লাবটির ক্রীড়া পরিচালকের পদ ছেড়ে গেছেন লিওনার্দো। এসেছেন নতুন পরিচালক লুইস ক্যাম্পোস। চলে যাবেন কোচ মরিসিও পচেত্তিনোও। লিল কোচ ক্রিস্তোফার গালতিয়েরের জায়গা নেওয়া মোটামুটি নিশ্চিত। ফরাসি সংবাদমাধ্যমের কথা অনুযায়ী, এ বিষয়ে এখন আনুষ্ঠানিক ঘোষণাই শুধু বাকি। আর এই নতুন শুরুর পুরোধা হিসেবে কিলিয়ান এমবাপ্পেকে ‘চোখের মণি’ বানিয়ে পথ দেখতে চায় পিএসজি। নতুন চুক্তিতে এমবাপ্পেকে বানানো হয়েছে ফুটবল ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়। তখন অনেকেই ভেবেছেন, এমবাপ্পের প্রতি পিএসজি সব মনোযোগ দিলে ক্লাবটিতে নেইমার থাকবেন তো? এ ছাড়া লিওনেল মেসিও তো আছেন!মেসির বয়স ৩৪ বছর। ক্যারিয়ারের এই পড়ন্ত বেলায় মেসি নিজেও জানেন, আর কোনো ক্লাবেই তিনি পরিকল্পনার মধ্যমণি হয়তো হতে পারবেন না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct