সম্প্রীতি মোল্লা, কাটোয়া, আপনজন: বুধবার দুপুরে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা আদালতে গোপন জবানবন্দি দিলেন রেণু খাতুন।এদিন কেতুগ্রামের হাত কাটার ঘটনায় কাটোয়া মহকুমা আদালতে গিয়ে গোপন জবানবন্দি দিলেন রেণু খাতুন । শহর বর্ধমানের দিদির বাড়িতে ছিলেন রেণু। বুধবার কেতুগ্রাম থানার পুলিশ সেখান থেকে তাঁকে নিয়ে কাটোয়া মহকুমা আদালতে আসে।
পরে বিশেষ সতর্কতার মাধ্যমে ফের রেণুকে কেতুগ্রাম থানার পুলিশ পৌঁছে দেয় তাঁর বর্ধমানে দিদির বাড়িতে।এদিন, আদালতে যাওয়ার পথে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রেণু খাতুন জানিয়েছেন, -' ঘটনার বিষয়ে তাঁর স্বামী আফশোস করলেও তিনি আর তার কাছে ফেরত যাবেন না, আমি চাই যাবজ্জীবন কারাদণ্ড হোক ওদের। এটা সম্পূর্ণ ওদের প্ল্যানিং ছিল। এটা ওদের ভুল নয়,বড় পাপ।এটা যেহেতু ওরা প্ল্যানিং করে করেছে তাই এর মধ্যে যার যার আছে তাদের প্রত্যেকের শাস্তি হোক।এবার ওদের শাস্তির দাবি নিয়ে আদালতে আসব। মুখ্যমন্ত্রীর কাছে আর্জি রাখব যাতে ওদের শাস্তি হয়'।উল্লেখ্য, গত মঙ্গলবার কেতুগ্রামের নির্যাতিতা রেণু খাতুন জেলা মুখ্য স্বাস্থ্যদফতরে গিয়ে স্টাফ নার্স 'গ্রেড ২' পদে যোগ দেন। যোগ দেওয়ার পরই জেলা স্বাস্থ্য দফতরের কর্মীরা তাঁকে সংবর্ধনা জানিয়েছেন । কাজে যোগদান করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছিলেন রেণু। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার প্রবল ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। তবে কাজে যোগ দেওয়ার পর আগামীতে তিনি সততার সাথে কাজ করবেন বলেও জানান তিনি । প্রসঙ্গত, গত ২০১৭ সালে অক্টোবর মাসে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের চিনিসপুর গ্রামের বাসিন্দা রেণু খাতুনের সঙ্গে প্রেম করে বিয়ে হয় সরিফুল শেখের। বিয়ের আগে থেকেই নার্সিংয়ের প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। একাধিক বেসরকারি সংস্থায় কাজ করার পর তিনি সম্প্রতি রাজ্য স্বাস্থ্য দফতরে নার্সপদে চাকরির পরীক্ষায় উত্তীর্ণও হয়েছিলেন। সেই চাকরিতে যোগ দেওয়ারও কথা ছিল। তবে চাকরিতে আপত্তি ছিল তাঁর স্বামী সরিফুল শেখের। দাবি, স্ত্রী চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করে সরিফুল। সরিফুলের ধারণা ছিল স্ত্রী সরকারি চাকরিতে যোগ দিলে তাঁদের সম্পর্কের অবনতি হতে পারে। এরপরই চরম পদক্ষেপ করে সে। রেণু যাতে যাতে কখনও চাকরি করতে না পারে সে জন্য ঘুমন্ত অবস্থায় স্ত্রীর হাতে কোপ দেয় সরিফুল। পরে কাটা হাতটি ব্যাগে ভরে পালিয়ে যায় অভিযুক্ত। ঘটনার দু’দিন পর মূল অভিযুক্ত সরিফুল কে গ্রেফতার করে কেতুগ্রাম থানার পুলিশ।বুধবার দুপুরে কাটোয়া মহকুমা আদালতে গোপন জবানবন্দি দিলেন রেণু খাতুন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct