আপনজন ডেস্ক: চিনের দক্ষিণাঞ্চলে ৬০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের ঘটনায় চার প্রদেশে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোর অন্তত ৮৫টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি বছর মে মাসের মাঝামাঝি থেকে এ পর্যন্ত দক্ষিণাঞ্চলে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, তা ওই অঞ্চলে গত ৬০ বছরের বৃষ্টিপাতের রেকর্ডকে পেছনে ফেলেছে। আরো কিছু দিন এই বৃষ্টি থাকতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct