সম্প্রীতি মোল্লা, কলকাতা, আপনজন: মঙ্গলবার বহু চর্চিত হাওড়ার আমতায় নিহত আনিস মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ রায় দিল। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এই মামলায় তদন্তকারী হিসাবে রাজ্য পুলিশের সিট কে মান্যতা দিয়েছেন। অর্থাৎ নিহতের পরিবারের সিবিআই তদন্তের দাবি খারিজ। যদিও নিহত আনিস খানের পরিবারের তরফে খুব তাড়াতাড়ি ডিভিশন বেঞ্চে আপিল পিটিশন দাখিল করা হবে বলে জানানো হয়েছে। এদিন ছাত্রনেতা আনিস খানের রহস্যমৃত্যু মামলায় বিচারপতি এজলাসে জানান, সব কিছু বিচার করে রিপোর্টের উপর ভিত্তি করে মনে হচ্ছে সিবিআই তদন্তর দরকার নেই। বরং সিট যেভাবে তদন্ত করছে সেটাই সঠিক। তারা দ্রুত চার্জশিট জমা দিক’। উল্লেখ্য, হাওড়ার আমতায় ছাত্রনেতা আনিস খানকে ছাদ থেকে ঠেলে ফেলে খুন করার অভিযোগ ওঠে স্থানীয় পুলিশের বিরুদ্ধে। আনিসের পরিবারের দাবি, আমতা থানার একজন পুলিশ আধিকারিক এবং তিনজন সিভিক ভলান্টিয়ার এই ঘটনায় যুক্ত। আনিসের পরিবারের অভিযোগ, বাগনান কলেজে পড়ার সময় আনিস এসএফআই করতেন। এই কলেজে ছাত্র রাজনীতি করার সময়ই বাগনান থানায় এক অভিযোগ দায়ের হয়। মাঝে এতগুলো বছর কোনও সমন আসেনি। হঠাৎই এর মধ্যে চলতি বছরের গত ১৮ ফেব্রুয়ারির বাড়িতে চড়াও হয় পুলিশ। এরপরই এই মর্মান্তিক ঘটনা ঘটে। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এর সিঙ্গেল বেঞ্চ মনে করছে, সিবিআই-কে এই মামলা হস্তান্তরের প্রয়োজন নেই। নিহত আনিসের পরিবারের আশঙ্কা, সিট সমস্ত নথি এবং প্রমাণ নষ্ট করে দিতে পারে’। তাই তারা সিবিআই তদন্তের দাবিই করছে। জানা গিয়েছে, আনিসের পরিবার এই দাবি নিয়ে এবার যাচ্ছে ডিভিশন বেঞ্চে। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট-এর সিঙ্গেল বেঞ্চে রায় ঘোষণা করার পর আনিসের পরিবারের তরফ থেকে জানান হয়েছে, সিটের ওপর তাদের কোনও ভরসা নেই। এমনিতেই অনেকটা সময় কেটে গিয়েছে এবং তাদের আশঙ্কা যে তথ্য অনেক লোপাট করে দিতে পারে পুলিশ। সেই কারণেই তারা আরও বেশি করে সিবিআই তদন্ত চাইছে’। তাই হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আনিসের বাবা, দাদা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct