অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: এলাকাবাসীদের সমস্যা মেটাতে ও বাসিন্দাদের অভাব অভিযোগ শুনতে বালুরঘাট শহরের বসানো হল ‘অভিযোগ বক্স’। এই বাক্সে শুধুমাত্র অভিযোগ নয়, সেখানে নিজেদের সুচিন্তিত প্রস্তাবও জানাতে পারবেন এলাকাবাসীরা। রবিবার এই অভিযোগ ও প্রস্তাব বক্সের উদ্বোধন করলেন বালুরঘাট পৌরসভার ভাইস চেয়ারম্যান। জানা গিয়েছে, পৌরসভা ভোটের আগে এমনই প্রস্তাব দিয়েছিলেন বালুরঘাট পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তী। সেই প্রতিশ্রুতি মত তিনি নিজের ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে চালু করলেন অভিযোগ ও প্রস্তাব বাক্স। তাতেই নিজেদের অভাব-অভিযোগ কিংবা বিশেষ তথ্য লিখে চুপিসারে ফেলে দিতে পারবেন সাধারণ মানুষ। এতে গোপন থাকবে অভিযোগকারীর পরিচয়। সেই চিঠি বা আবেদন দেখে ব্যবস্থা নেবেন কাউন্সিলর তথা বালুরঘাট পৌরসভার ভাইস চেয়ারম্যান। জানা গিয়েছে, ২২ নম্বর ওয়ার্ডের মোট তিনটি এলাকায় এই বক্স বসানো হয়েছে। সন্ধ্যা সিনেমাহলের পাশে, আনন্দ বাগান পার্কের সামনে এবং প্রাচ্য ভারতী বিদ্যালয় এর সামনে এই অভিযোগ ও প্রস্তাব বক্স বসানো হয়েছে। এবিষয়ে ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বালুরঘাট পৌরসভার ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী জানান, আমি নির্বাচনের আগে যখন প্রার্থী হিসেবে মনোনীত হয়েছিলাম, তখন আমি এই চিন্তা-ভাবনার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলাম। অনেকের অনেক অভাব অভিযোগ থাকে। যেগুলো সামনে এসে তাদের পক্ষে বলা হয়তো সম্ভব হয়ে ওঠে না। তাইএলাকাবাসীদের যা অভাব অভিযোগ বা পরামর্শ দেবার রয়েছে তারা নিজের নাম গোপন রেখে বক্সে জানাতে পারেন। প্রত্যেক সপ্তাহে দুদিন করে এই বক্স খোলা হবে। সেগুলো খতিয়ে দেখা হবে ও পরবর্তীতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। আশা করব যে দিনে এই বক্স খালি থাকবে, সেদিন সেটা আমার কাছে বড় উপহার হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct