ওয়ারিশ লস্কর, মগরাহাট, আপনজন: মগরাহাট ২ নম্বর ধনপোতা থেকে মগরাহাট পর্যন্ত রাস্তার প্রায় তিন কিলোমিটার রাস্তা বেহাল দশা, আর সেই বেহাল রাস্তার সারাইয়ের দাবিতে আজ সকাল থেকে রাস্তায় কাঠের গুড়ি ফেলে অবরোধ স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দাদের দাবি দীর্ঘ পাঁচ বছর হয়ে গেল রাস্তার কোনো কাজ হয়নি বৃষ্টিতে আরো বেহালদশা হয়ে যায় এই রাস্তার মূলত এই রাস্তা দিয়েই দক্ষিণের সুন্দরবন এলাকার জয়নগর মন্দিরবাজার মথুরাপুর রায়দিঘি একাধিক জায়গার যাতায়াত করে মানুষজন নিত্যদিনই দুর্ঘটনা থেকে শুরু করে গর্ভবতী মায়েদের নিয়ে যেতে অসুবিধার সম্মুখীন হতে হয় সাধারন মানুষকে প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও কোন লাভ হয়নি আর তাই ১২ ঘণ্টার পথ অবরোধের দাবি তোলেন স্থানীয় বাসিন্দারা কাঠের গুঁড়ি ফেলে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা তাদের দাবি যত শীঘ্রই সম্ভব প্রশাসন দায়িত্ব নিয়ে এই রাস্তা ছাড়া এর পুনর্নির্মাণের কাজ করুক। আর যার জেরে সকাল থেকেই অবরুদ্ধ হয়ে পড়েছে মগরাহাট থেকে ধনপোতা যাওয়ার রাস্তা। পরে মগরাহাটে দু’নম্বর ব্লক উন্নয়ন আধিকারিক সেক আব্দুল্লাহ ঘটনাস্থলে পৌঁছান এবং তাদেরকে আশ্বাস দেন দ্রুত কাজ করার জন্য। পরে অবরোধকারীরা অবরোধ তুলে নেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct