আপনজন ডেস্ক: ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর জোট পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। দুই মাসেরও কম সময় আগে প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হয়েছিলেন তিনি। ন্যাশনাল অ্যাসেম্বলি নির্বাচনে ভালো ফলাফল করেছে বাম-গ্রিন জোট ও কট্টর ডানপন্থীরা। পার্লামেন্ট নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছিলেন ম্যাক্রোঁ। কিন্তু তার মধ্যপন্থী জোট কয়েক ডজন আসন হারিয়েছে। এতে ফরাসি রাজনীতি আরো ভাগ হল। সম্প্রতি এলিজাবেথ বর্নিকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছিলেন ম্যাক্রোঁ। এই পরিস্থিতিকে নজিরবিহীন বললেন বর্নি। প্রেসিডেন্ট প্রাসাদ থেকে নিজের বাসভবনে ফিরে তিনি বলেন, আধুনিক ফ্রান্স কখনো এমন ন্যাশনাল অ্যাসেম্বলি দেখেনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct