সেক আনোয়ার হোসেন, কাঁথি, আপনজন: খেজুরী ১ ব্লকের বামপন্থী শ্রমিক, কৃষক, খেতমজুর সংগঠন গুলির ডাকে অবস্থান ও ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হল। শ্রমিক স্বার্থবিরোধী শ্রম কোড বাতিলের বিরুদ্ধে, গ্রামীণ শ্রমজীবী মানুষের সামাজিক সুরক্ষার দাবিতে, খেতমজুরের ২০০ দিন কাজ, ৬০০ টাকা মজুরি, কৃষকের ফসলের ন্যায্য দাম ও কৃষি ক্ষেত্রে কর্পোরেটদের অনুপ্রবেশ, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে, বেকারদের কাজ,চাকরিতে দুর্নীতি,গণতন্ত্র হত্যা,প্রতিবাদী দের উপর নগ্ন আক্রমণ, চুরি, খুন, ধর্ষণের বিরুদ্ধে সম্প্রীতি রক্ষার দাবি নিয়ে ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়। এগারোটা থেকে দুটো পর্যন্ত অবস্থান কর্মসূচি চলে। শেষে ডেপুটেশন দেওয়া হয়। নেতৃত্ব দেন-সারা ভারত খেতমজুর ইউনিয়নের সর্বভারতীয় নেতৃত্ব- হিমাংশু দাস, বামফ্রন্ট নেতা অমৃত মাইতি। সাতজনের প্রতিনিধিদল খেজুরির-১ বিডিও পার্থ হাজরার সঙ্গে ১২ দফা দাবির ভিত্তিতে আলোচনা করেন। সভায় সভাপতিত্ব করেন-কৃষক নেতা বিশ্বজিৎ দাস আগামী এক মাসের মধ্যেই প্রশাসনিক কোন ব্যবস্থা গ্রহণ না করলে, জুলাই মাস থেকে বিক্ষোভ,
আন্দোলন,অবস্থান কর্মসূচি লাগাতার চলবে বলে আন্দোলনকারীরা জানান উপস্থিত ছিলেন (আরএসপি) খেতমজুর ইউনিয়নের রাজ্য কমিটির সদস্য চিত্ত দাস, শ্রমিক নেতা গোকুল ঘোড়ই,অতুল্য উকিল,জেলা কৃষক কাউন্সিল নেতা সমীরেন্দ্র নাথ কলা, শেখ মোস্তাক, অতনু রায়,রাম কুমার মাইতি, সুব্রত ঢালী, সেক সাকির, অমিয় আচার্য, শীর্ষেন্দু দাস, গৌতম প্রধান, শেখ রবিউল হোসেন প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct