আপনজন ডেস্ক: প্রতি বছরের মতো হজের হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচলান পর্ষদ। এরই অংশ হিসেবে পবিত্র কাবাঘরের কালো গিলাফের নিম্নাংশ ওপরে তুলে সাদা কাপড়ে আবৃত করা হয়েছে। রবিবার দিবাগত রাতে জেনারেল প্রেসিডেন্সির প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইসের তত্ত্বাবধানে গিলাফ প্রস্তুতকারক প্রতিষ্ঠান কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর ম্যানুফ্যাকচারিং হলি কিসওয়া এ কার্যক্রম সম্পন্ন করে। হারামাইন শরিফাইন ওয়েবসাইট সূত্রে জানা যায়, পবিত্র কাবাঘরের কালো গিলাফ তিন মিটার পরিমাণ উপরে তোলা হয়। এরপর ওপরে তোলা সেই অংশটি চার পাশ থেকে প্রায় দুই মিটার চওড়া সাদা সুতির কাপড় দিয়ে আবৃত করা হয়। প্রতি বছর হজে অসংখ্য মানুষের আগমন হয়। ইসলামের সূচনাকাল থেকে হজের সময় কাবার গিলাফ সুরক্ষার জন্য উপর দিকে তিন মিটার তোলার রীতি চলে আসছে। হজের প্রচণ্ড ভিড়ের মধ্যেও যেন কেউ গিলাফের কোনো অংশ স্পর্শ করে নষ্ট না করে মূলত এই উদ্দেশ্যেই গিলাফের কাপড় তোলা হয়।
তাছাড়া গিলাফ নিচ পর্যন্ত দেখতে পেয়ে হাজিদের অনেকে কাঁচি নিয়ে গিলাফের কিছু অংশ কেটে নেন। তাঁরা গিলাফকে নিজেদের নানা ধরনের উদ্দেশ্য পূরণের মাধ্যম হিসেবে মনে করেন। আবার অনেকে কাবার গিলাফে নিজেদের নাম লেখা শুরু করেন। অথচ তাদের এই ধরনের বিশ্বাসের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। কালো গিলাফ উপর দিকে তুলে সেই স্থানে সাদা কাপড় দেওয়া হয়। মূলত এর মাধ্যমে হজের অনানুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। হজের সময় কাবার দেয়ালে সাদা কাপড় হজের পূর্বপ্রস্তুতির জানান দেয়। হজের শেষ সময় পর্যন্ত সাদা কাপড় থাকে। এরপর আগের মতো পুনরায় কালো গিলাফ নামিয়ে দেওয়া হয়। ইতিপূর্বে কালো গিলাফের কাপড় এমনভাবে ঝোলানো হত যে এর নিচ দিকে সাদা কাপড়ের অংশ প্রকাশ পেত। কিন্তু কয়েক বছর যাবত গিলাফ উপর দিকে ঝুলিয়ে পৃথক আরেকটি সাদা কাপড় লাগানো হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct