আপনজন ডেস্ক: দুর্নীতির অভিযোগের মামলায় কলকাতা হাইকোর্ট রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদ থেকে মানিক ভট্টাচার্যকে অপসারণ করার নির্দেশ দেওয়ার দিনেই মামলা নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষক নিয়োগ নিয়ে মামলা করায় একের পর এক শিক্ষকের চাকরি যাওয়ায় বিরোধী দলনেতা শুভেন্দুকে ‘দাদামণি’ বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। শিক্ষক মামলায় সিবিআইয়ের ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘দাদামণি তো মেদিনীপুর, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের মতো জায়গায় চাকরি দিয়েছেন। তাদের ধরবে না সিবিআই? পুরুলিয়াকে বঞ্চিত করে চাকরি দিয়েছেন। তারা আমার বাড়িতে আসায় চাকরি দিয়েছিলাম।’
রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠায় শুভেন্দু অধিকারীকে নিশানা করে বলেন, ‘দাদামণি বলছেন ১৭ হাজারের চাকরি খাবেন। লাখখানেক চাকরির মধ্যে ৫০-১০০টা কেস ভুল হতেই পারে।’ এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, সংশোধনের জন্য সাড়ে পাঁচ হাজার পদ তৈরি করা হয়েছে। ভুল সংশোধনের সুযোগ দিতে হবে। শুভেন্দু অধিকারী অবশ্য মুখ্যমন্ত্রীর অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct