আপনজন ডেস্ক : সুব্রত রায়: রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে চান না গোপালকৃষ্ণ গান্ধী । সামনেই রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন। আসন্ন এই ভোটে প্রার্থী নির্বাচন নিয়ে ক্রমেই চাপ বাড়ছে বিরোধীদের। যে ব্যক্তিকেই বিজেপি বিরোধীরা প্রার্থী হিসাবে মনোনীত করছেন তাঁরা সকলেই এই লড়াই করার প্রস্তাব প্রত্যাখ্যান করছেন। প্রথমে এনসিপি প্রধান শরদ পাওয়ার তাঁর পর জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার প্রস্তাব নাকচ করে দেন। সেই পথেই এবার হাঁটলেন গোপালকৃষ্ণ গান্ধী । আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে লড়াই করবেন না বলেই জানিয়েছেন দিয়েছেন বাংলার প্রাক্তন রাজ্যপাল।
দিল্লিতে কয়েকদিন আগেই বিরোধী দলের ডাকা বৈঠকে কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ ও গোপালকৃষ্ণ গান্ধীর নাম উল্লেখ করা হয়েছিল। তবে আগেই এই যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ফারুক আব্দুল্লাহ। এবার ‘আরও ভাল’ কাউকে প্রার্থী হিসেবে দাঁড় করানোর অনুরোধ জানিয়ে গোপালকৃষ্ণ গান্ধীও । তিনিও সরে দাঁড়িয়েছেন। তবে তাঁর নাম প্রস্তাবিত করার জন্য বিরোধীদের সকলকেই ধন্যবাদ জানিয়েছেন। অন্যদিকে রাজনৈতিক মহলের মতে বারবার এক এক প্রার্থীর এই সরে দাঁড়ানোর ঘটনা বিজেপির সামনে বিরোধীদের দুর্বল করে দিচ্ছে। যদিও হার মানতে নারাজ বিপক্ষ শিবির। লড়াই করার জন্য প্রার্থী নির্বাচন জারি রেখেছে।উল্লেখ্য, গত সপ্তাহের পর আগামীকাল মঙ্গলবারে ফের দিল্লিরে বিরোধী দলের বৈঠক রয়েছে। সেখানেই নতুন করে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থীর নাম প্রস্তাবিত করা হতে পারে বলেই মনে করা হচ্ছে। সেই জল্পনাতেই উঠেছে আসছে যশবন্ত সিনহার নাম। তবে আগামীকালের বৈঠকে থাকছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর জায়গায় থাকার কথা রয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। একের পর এক ব্যক্তির নিজদের করে সরিয়ে নেওয়ার পর উপযুক্ত কাউকে বিরোধী মুখ হিসাবে সামনে আনতে পারে কিনা সেটাই এখন দেখার অপেক্ষা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct