আপনজন ডেস্ক: সশস্ত্র বাহিনীর জন্য কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে চলমান বিক্ষোভের মধ্যে বিহারের রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতা তেজস্বী যাদব রবিবার প্রশ্ন তুললেন, অগ্নিপথ প্রকল্প কি শিক্ষিত যুবকদের জন্য এমজিএনআরইজিএ-এর মতো উদ্যোগ, না আরএসএসের কোনও "গোপন এজেন্ডা"?এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তরুণদের মনে এই প্রকল্প নিয়ে অনেক সন্দেহ রয়েছে এবং এটি প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।তেজস্বী অভিযোগ করেন, প্রতিরক্ষা বিশেষজ্ঞদের সাথে যথাযথ পরামর্শ ছাড়াই অগ্নিপথ প্রকল্পটি চালু করা হয়েছে।
সরকারের কাছে ২০টি প্রশ্ন উত্থাপন করে তেজস্বী প্রধানমন্ত্রী মোদীর কাছে এই প্রকল্প সম্পর্কে জনগণের মনে যে সমস্ত সন্দেহ তৈরি হয়েছে তা দূর করার দাবি জানান। তিনি বলেন, সরকার একদিকে 'এক পদ এক পেনশন'-এর কথা বলে, অন্যদিকে 'নো র ্যাঙ্ক, নো পেনশন' প্রকল্প চালু করে। তিনি অগ্নিসংযোগ ও সহিংসতার জন্য আরজেডিকে দোষারোপ করে বিজেপির দাবি খারিজ করে দেন এবং বলেন কেন্দ্র এর জন্য দায়ী। অহেতুক তারা বিরোধী দলকে দোষারোপ করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct