আপনজন ডেস্ক: পয়গম্বর হজরত মুহাম্মদ সা. সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছিলেন বিজেপির বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মা। তার বিরুদ্ধে জুড়ে প্রতিবাদ ধ্বনিত হওয়ার সঙ্গে সঙ্গে বিদেশেও নিন্দিত হয়েছে। এ রাজ্যেও নানা স্থানে প্রতিবাদ হচ্ছে। সেই সন্ধিক্ষণে পশ্চিমবঙ্গ বিধানসভায় সোমবার বিজেপি নেত্রী নূপুর শর্মার নবী মুহাম্মদ সা. সম্পর্কে মন্তব্যের নিন্দা করে একটি প্রস্তাব পাশ হল। রাজ্য সরকার নবী মুহাম্মদ সা. সম্পর্কে শর্মার মন্তব্যের নিন্দা করে প্রস্তাবটি পাশ করার সময় বিজেপি বিধায়করা ওয়াকআউট করেন। সম্ভবত এই প্রথম দেশের প্রথম কোনও রাজ্যের বিধানসভায় নূপুর শর্মার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ হল। এ সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'রাজ্যে যখন হিংসা হয়েছিল তখন আমরা ব্যবস্থা নিয়েছিলাম। কিন্তু এই মহিলাকে (নূপুর শর্মা) এখনও গ্রেফতার করা হল না কেন? আমি জানি তাকে গ্রেফতার করা হবে না। কলকাতা পুলিশের কাছে চার সপ্তাহের জন্য সময় চেয়েছেন তিনি। আজ তাকে পুলিশের সামনে হাজির করা হবে'।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিধানসভায় ভাষণ দিচ্ছিলেন, তখনই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি নেতারা বিক্ষোভ শুরু করেন। তবে, নবী মুহাম্মদ সা.কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য তার জীবনের হুমকির কারণে নূপুর শর্মা কলকাতা পুলিশের সামনে হাজির হওয়ার জন্য চার সপ্তাহের সময় বাড়ানোর আবেদন করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct