নিজস্ব প্রতিবেদক, মালদা, আপনজন: প্রয়াত হলেন মালদা কলেজের দীর্ঘদিনের অর্থনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক তথা কালিয়াচক সুলতানগঞ্জ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. আবদুর রাজ্জাক। (ইন্না লিল্লাহি...)। বয়স হয়েছিল ৭৪ বছর। ১৯৬৭ সালে মালদা কলেজ থেকে অনার্স পাশ করেন। ১৯৬৯ সালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে এমএ করেন ওই বছর মোথাবাড়ি হাইস্কুলে শিক্ষকপদে যোগদান করেন। ১৯৭১ সালে মালদা কলেজে অধ্যাপনা শুরু করেন। মালদা কলেজে ২৮ বছর ধরে অধ্যাপনা করেন। ১৯৮৭ সালে পিএইচডি লাভ তার জীবনের বিশেষ সাফল্য। তার গবেষণা গ্রামীণ অর্থনৈতিক ক্ষেত্রে এক বিরল দিশা দেখাতে সচেষ্ট ছিল। গ্রামীণ অর্থনৈতিক ব্যবস্থা উন্নতি করতে ঋনদানকারী প্রতিষ্ঠানসমূহ কীভাবে তার ভূমিকা পালন করতে পারে ও অর্থনীতি কিভাবে হবে তার সুপারিশ করা হয় গবেষণায়। কালিয়াচক কলেজ ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হলে শুরু থেকেই সেই কলেজের দায়িত্বভার গ্রহণ করেন ও পরবর্তীতে ১৯৯৯ সালে আনুষ্ঠানিকভাবে কালিয়াচক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হন। সব নিয়ে টানা ৩৯ বছর ধরে প্রচুর ছাত্রছাত্রীদের শিক্ষাদান করেছেন। গত ৩১ ডিসেম্বর ২০০৮ সালে কালিয়াচক কলেজের অধ্যক্ষ থেকে অবসর গ্রহণ করেন। একদা ২০০৯ সালে বামফ্রন্ট দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে আবদুর রাজ্জাককে সিপিএম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। এদিন গভীর রাতে তিনি মারা যান। তিনি ১৯৪৮ সালের ৩১ ডিসেম্বর মালদা জেলার মোথাবাড়ি থানার উত্তর লক্ষীপুর অঞ্চলের খানপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বরাবর মৃদু ভাষী রাজ্জাক সাহেব মৃত্যুর সময় রেখে গেলেন স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা ও অগনিত ছাত্রছাত্রী শুভানুধ্যায়ীদের। রাজ্জাক সাহেবের এক পুত্র ড.আবদুল লতিফ মেদিনীপুর মেডিকেল কলেজের প্রফেসর ও অন্য ছেলে স্কুলে কর্মরত। তার প্রয়ানে কালিয়াচক কলেজের অধ্যক্ষ নজিবর রহমান, উত্তরলক্ষীপুর হাইস্কুলের প্রধান শিক্ষক এনামুল হক সহ বহু বিশিষ্টজন দল মত নির্বিশেষে শোক প্রকাশ করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct