নাজিম আক্তার, চাঁচল, আপনজন: অভাবী মেধাবী আদিবাসী কন্যা ভারতী মুর্মুর পড়াশোনার দায়িত্ব নিলেন মালদা জেলা শাসক নীতিন সিংহানীয়া। খুশির হাওয়া আদিবাসী এলাকায়। উল্লেখ্য, ‘আপনজন’ পত্রিকায় গত ১৫ জুন এই অসহায় আদিবিাসী কন্যার খবর প্রকাশিত হয়। সেই খবর পেয়ে জেলাশাসক তাকে সাহায্যের জন্য ইগয়ে আসেন। হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের বড়োল গ্রামের বাসিন্দা বিনয় মুর্মুর মেয়ে এবছর দৌলতপুর উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিকে ৯৫ শতাংশ নম্বর পেয়ে বিদ্যালয়ের মধ্যে সেরা হয়েছে। সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছেও উচ্চ শিক্ষা নিয়ে চিন্তিত ছিলেন ভারতীর পরিবার। মেয়ের স্বপ্ন বিডিও হওয়ার। তবে দিনমজুর পরিবারের পক্ষে লক্ষ লক্ষ টাকা খরচ করে মেয়ের উচ্চ শিক্ষা লাভ করা সম্ভব ছিল না।অভাবের সংসার। নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। পরিবারের দিকে তাকিয়ে ভারতীর মনে নানা প্রশ্ন ঘুরপাক খেত। তাহলে কি অর্থের অভাবে থমকে যাবে তার উচ্চশিক্ষা?বিডিও হওয়ার স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে? নাকি দেবদূত হয়ে কেউ তার পাশে দাঁড়া। সত্যি দেবদূত হয়ে তার পাশে দাঁড়ালেন জেলা শাসক। জানা গেছে,শনিবার সন্ধ্যায় হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের সাদলিচক গ্রাম পঞ্চায়েতের আদিবাসী এলাকার মানুষের সমস্যা সমাধানের জন্য আসেন মালদার জেলাশাসক নীতিন সিংহানীয়া। ভুনা আদিবাসী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আদিবাসী মানুষদেরকে নিয়ে ‘প্রশাসন আপনার দুয়ারে’নামে এক কর্মসূচি অনুষ্ঠিত হয়।এলাকার রাস্তা,পানীয় জল,সরকারি প্রকল্প,স্বাস্থ্য ব্যবস্থা ও শিক্ষা ব্যবস্থা সহ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন। তাদের সমস্যার কথা মোনেন এবং সমাধান করিয়ে দেওয়ার আশ্বাস দেন জেলা শাসক।অপরদিকে আদিবাসী মেধাবী কন্যার পড়াশোনা খরচ সরকারিভাবে করা হবে বলে তিনি জানান। মঙ্গলবার ভারতী মুর্মু ও তার পরিবারকে মালদা জেলা শাসকের অফিসে যেতে বলা হয়। এদিন উপস্থিত ছিলেন মালদা জেলা শাসক নীতিন সিংহানীয়া,অতিরিক্ত তিন জেলা শাসক বৈভব চৌধুরী(জি),মৃদুল হালদার(ডি) ও সম্পা হাজরা(এল আর) এবং হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের বিডিও বিজয় গিরি ও বিধায়ক তাজমুল হোসেন সহ অন্যান্যরা। জেলা শাসক নীতিন সিংহানীয়া জানান, সাতদিনের মধ্যে ভুনা আদিবাসী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্পেশাল ক্যাম্প করে সমস্যাগুলি দ্রুত সমাধান করা হবে। এছাড়া পানীয় জল ও রাস্তার সমস্যারও দ্রুত সমাধানের আশ্বাস দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct