আব্দুস সামাদ মন্ডল, হুগলি, আপনজন: কেন্দ্রীয় সরকারের চুক্তিভিত্তিক অস্থায়ী সেনা (অগ্নিপথ প্রকল্পের) তীব্র বিরোধিতা করলেন ভাঙ্গড় বিধানসভার বিধায়ক নওসাদ সিদ্দিকী। নওসাদ এক প্রেস বিজ্ঞপ্তির দ্বারা ডিফেন্স মিনিস্টারকে জানান তিনি লিখেছেন, “চুক্তিভিত্তিক অস্থায়ী সেনা” নিয়োগের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছি। ভারতের মতন বিশাল দেশে সেনা নিয়োগ একটা সুনির্দিষ্ট নিয়ম ও পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হয়। সেনাবাহিনীর নিজস্ব আইনকানুনও রয়েছে, সেখানে এইরকম ‘সিভিক আর্মি’ দেশের নিরাপত্তাজনিত প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে বিশাল প্রশ্নচিহ্ন খাড়া করে দেবে। এছাড়া, এমন এক নতুন ধরণের অর্থনৈতিক ব্যবস্থার উদ্ভাবন করা হচ্ছে যেখানে পেনশন দিতে হবে না, আর্থিক কোন দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে না। নির্দিষ্ট সময়ের জন্য কিছু টাকা দেওয়ার পর সরকার তার দায়িত্ব ঝেড়ে ফেলবে
সস্তায় নাম করতে, নামকোওয়াস্তে সেনাবাহিনীতে চুক্তি নিয়োগ প্রক্রিয়া চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে হয়। আমাদের সেনাবাহিনীর নানান অভাব অভিযোগ রয়েছে। সর্বপ্রথমে, সরকার সেই অভাব অভিযোগগুলির সমাধান করুক। সেনাবাহিনীর মতন একটি প্রতিষ্ঠানে যেখানে গোটা দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব জড়িয়ে আছে, সেখানে সরকারের এই ছেলেখেলা চলতে পারে না। বাজারীকরণ করতে করতে সরকার সেনাবাহিনীকেও এখন কর্পোরেটদের হাতে তুলে দিতে ফন্দি আঁটছে। এই প্রকল্প তারই প্রথম ধাপ। আমি প্রতিরক্ষামন্ত্রীকে চিঠি দিয়ে অনুরোধ করেছি এই সর্বনাশা প্রকল্প অবিলম্বে বাতিল করার জন্য। এর প্রকল্পের বিরুদ্ধে নানান স্থানে হিংসাত্মক আন্দোলন চলছে। ট্রেন, সরকারী সম্পত্তি ভাঙচুর হচ্ছে, আগুন লাগানো হচ্ছে। এটা ঠিক নয়। হিংসার পথ পরিহার করে গণতান্ত্রিকভাবে, শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন করে সরকারকে বাধ্য করতে হবে এই প্রকল্প বাতিল করতে। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলা বরদাস্ত করব না
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct