আড়ৎদারী
আজিবুল সেখ
_______________
গোটা পৃথিবী একটা আস্ত আড়ৎ
এখানে কিলো দরে মান সম্মান, বিবেক,
ভালোবাসা, মনুষত্ব বিক্রি হয় অনায়াসে।
আমরা নির্লজ্জ,
টাকার বাটখারায় সব বিচার করি।
সমগ্র পৃথিবী জুড়ে নেমে এসেছে
আড়ৎদারির কালো মেঘ...
ক্রমাগত ধুয়ে মুছে যাচ্ছে উদারতা,
দয়া দাক্ষিণ্য মমত্ববোধ।
ফোঁড়েরাজ প্রভাব বিস্তার করছে,
মনের আনন্দে বগল বাজিয়ে চলেছে ওরা
এক নায়কতন্ত্র প্রাপ্তির আতিশয্যতায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct