ফুটপাতের কান্না
তাপস কুমার বর
_____________
দাউ দাউ করে জ্বলছে পেট
নীরব পাথর হয়ে
এখনো কি গ্রাম-নগর-রাজপথ?
নিথর অলিগলি অবাঞ্ছিতের অন্ধকারে
ওরা বলছে,
খাদ্য চাই মানবতা বিবেকগুলো অভুক্ত হয়ে মরছে!
আমি প্রতিশ্রুতি চাই না গো দরদী
প্রলাপগুলো অভুক্তে বকছে।
আমার খাদ্যের একমুখো ভাতে
নীরব শতাব্দীর চুল্লি,যুগের ইতিহাসে নিভে গেছে!
ইতিহাস বড়োই নিষ্ঠুর,
ফুটপাতগুলো এখনো কাঁদছে!
বোবাকান্নায় আর কতদিন ফুটপাতে থালা ধরবে?
নিরুপায় হয়ে বৃষ্টিঝরা সন্ধেতে
বোবাকান্নার মতো, ফুটো থালা হাতে কাঁদছে।
আমি বিপ্লব চাইনা প্রতিশ্রুতি
খাদ্যের তীব্র জ্বালায় কে বাঁচাবে?
দরদী,তুমি কি একবার আমায় বলে যাবে?
একদিন সব রাজপথ শূণ্য হবে
অভুক্তের চিৎকার তোমরা কি শুনবে?
দহন যন্ত্রণায় ওরা দাউ দাউ করে জ্বলছে,
ওদের ভবিষ্যৎ, ইতিহাস তুমি কি বলবে?
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct