মঞ্জুর মোল্লা, নদিয়া, আপনজন: নদিয়ার তেহট্টে প্রাইমারি টেট দুর্নীতিতে অভিযুক্ত মানিক ভট্টাচার্যকে বিক্ষোভ দেখায় একাধিক সংগঠনের লোকজন এবং কালো পতাকা দেখানো হয়। পুলিশের সঙ্গে বাধে খণ্ডযুদ্ধ। তেহট্ট অফিসে পাড়ায় ঘটে এই ঘটনা। একটি সংগঠনের সদস্য জানান, টেট কেলেঙ্কারিতে অভিযুক্ত পলাশী বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক মানিক ভট্টাচার্য শনিবার আসছেন জেনে তাকে ঘিরে কালো পতাকা ও বিক্ষোভ দেখানো হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। পরে তেহট্ট থানার বিশাল পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। টেট দুর্নীতির প্রতিবাদে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্যকে কালো পতাকা দেখানোয় কয়েকজনকে আটক করে পুলিশ। এদিন তেহট্ট মহকুমা শাসকের দপ্তরে প্রশাসনিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে আসেন প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য। মহকুমা শাসকের দপ্তরে ঢোকার আগেই তার গাড়ি দেখে কালো পতাকা দেখাতে শুরু করে বিভিন্ন সংগঠনের সদস্যরা। ঘটনাস্থলে আগে থেকেই মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনী। বিক্ষোভকারীদের সকলকে আটক করেছে তেহট্ট থানার পুলিশ। কিন্তু এর পর আবারো মহকুমা শাসকের দপ্তরে সামনে বিক্ষোভ দেখায় এসএফআই ও ডিওয়াইএফআইয়ের সমর্থকরা। টেট দুর্নীতির প্রতিবাদে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে এই বিক্ষোভ কর্মসূচি করে তারা। উল্লেখ্য, এদিন প্রশাসনিক একটি বৈঠকে মানিক ভট্টাচার্য যোগ দিতে এলে বৈঠক চলাকালীন হঠাৎই বিক্ষোভ দেখাতে শুরু করে তারা। যদিও তাদেরকে বেশ কয়েক জনকে আটক করে পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct