কবি নজরুল
সৌমেন্দু লাহিড়ী
_______________
নজরুল কেনো এখনো “ভারত-
রত্ন” মান পেলোনা হায়!!!
“জিজ্ঞাসা” জনগণের দেশেতে
প্রতিটি ঘরেতে ক্ষোভ জাগায়।
স্বাধীনতা পরে গঠিত হয়েছে
ভারতে কত না সরকার,
তারা কি ভেবেছে কবিরে সঠিক
সম্মান দেওয়া দরকার ?
যাঁর রচনায় পেয়েছে শক্তি
যত স্বাধীনতা সংগামী,
ব্রিটিশ বিরোধী লিখে কবিতা
দুখু হয়েছিলেন আসামী।
কখনো বাইরে কখনো বা জেলে,
এই তো ছিল তাঁর জীবন,
সাম্যের তরে তিনি সংগ্রাম
কত করেছিলেন আমরণ।
তাঁর জন্য কি এতটুকু ভাবে,
আছে যারা ক্ষমতায়?
এখনো তো পারে দিতে তাঁরে এই
মান নির্দ্বিধায়।
আজও দিলে এই সম্মান
দেশ-বাসীরা শান্ত হবে,
নইলে তাদের এ ক্ষোভের অনলে
একদিন দেশ জ্বলবে।
নজরুল গান গাইতে পারলে
সব গান গাওয়া সোজা,
রাগ-রাগিনীর নির্যাস নিয়ে
এ গান গানের রাজা।
রবী ঠাকুরের গানকে ভারতে
বলা হয় সঙ্গীত আর
নজরুল-গীতি বলা হয় কেনো,
এটি কিসের ঈঙ্গিত ?
সুন্দর কথা, সুর সুমধুর
কবিতা ও তার গান,
সাহিত্য ও সঙ্গীতপ্রেমীর
হৃদয়ে পেয়েছে স্থান।
কিছু রাস্তা দেখা যায় তাঁর
নামে পশ্চিম বাংলাতে,
দেখে স্ট্যাচু তাঁর রাস্তার মোড়ে
মন ভরে উঠে পুলকেতে।
এই বাংলাতে কত সম্মান
দেওয়া হয় শুনি মিডিয়াতে,
বঙ্গ ভূষণ ও বিভূষণ
তাঁকে কী পারে না দেওয়া যেতে?
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct