সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: আগামী গ্রাম পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে দলকে চাঙ্গা করতে ও কর্মীদের মনোবল বাড়াতে বুথ কর্মীদের নিয়ে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের অঞ্চল ভিত্তিক সম্মেলন। এদিনের এই সম্মেলন থেকে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির কথা জনসাধারণের কাছে তুলে ধরার কথা বলা হয় দলীয় নির্দেশ অনুযায়ী। অনুরূপভাবে শনিবার খয়রাশোল অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের ৮ টি বুথের প্রতিটি থেকে ৬০ জন পুরুষ ও ৪০ জন করে মহিলা কর্মীদের নিয়ে খয়রাশোল সেচ দপ্তরের মাঠে অনুষ্ঠিত হয় বুথ ভিত্তিক কর্মী সম্মেলন।
মঞ্চে উপস্থিত তৃণমূল নেতৃত্বরা কর্মীদের উদ্যেশ্যে বলেন, আপনারা সাাধারন মানুষের পাশে থাকুন,মানুষই সব,নেতা বা নেত্রী নয়, দিদি সাজুন, দাদা সাজুন, মা সাজুন, বাবা সাজুন, সাধারন মানুষের সাথে আত্মীয়তা গড়ুন, মানুষের সেবা করুন। আরএখন পর্যন্ত যারা সরকারি প্রকল্প থেকে বঞ্চিত তারা যেন সরকারি পরিষেবা পায় সেদিকে লক্ষ্য রাখুন। এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্প ও বিপনন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূম জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ, জেলা যুব তৃণমূলের সভাপতি দেবব্রত সাহা, জেলা পরিষদ সদস্যা আঁখি অধিকারী, জেলা এস সি, এস টি সেলের সভাপতি নবগোপাল বাউরী, খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কাঞ্চন অধিকারী, দুবরাজপুর পৌরসভার পৌরপিতা পীযূষ পান্ডে, উপ পৌরপিতা মির্জা সৌকত আলি, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার সাহা, সহ সভাপতি অসীমা ধীবর,ব্লক নেতৃত্ব সেখ জয়নাল,কাঞ্চন দে, মৃনাল কান্তি ঘোষ,শিক্ষক উজ্জ্বল কাদেরী, প্রদীপ মন্ডল,খয়রাশোল অঞ্চল সভাপতি দয়াময় গোপ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। এছাড়া দলীয় কর্মীরাও উপস্থিত ছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct