এম মেহেদী সানি, কলকাতা, আপনজন: সম্প্রতি মহানবী (সা.) সম্পর্কে বিজেপির প্রাক্তন জাতীয় মুখপাত্র নূপুর শর্মা এবং নবীন জিন্দাল আপত্তিকর মন্তব্য করেছেন। শনিবার তার প্রতিবাদে কলকাতায় জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষ থেকে এক প্রতিবাদ সমাবেশ হল। নূপুর শর্মা ও নবীন জিন্দালের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি জানিয়ে প্রতিবাদ সমাবেশ থেকে এদিন জমিয়তে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গের সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বিজেপি আগুন নিয়ে খেলছে, নবীজীকে (সা.) অসম্মান করলে আমরা বসে দেখব না।’ বিজেপিকে টার্গেট করে তিনি আরও বলেন, ‘নবীজিকে কলঙ্কিত করতে চাচ্ছে? বিজেপি আগুন নিয়ে খেলছে। যারা ব্রিটিশের সঙ্গে লড়াই করতে পারে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে, আমাদের দয়ার নবী সা. কে তোমরা উল্টোপাল্টা কথা বলবে, আর আমরা বসে দেখব, এটা হবে না। আমরা আজকে মিছিলের কর্মসূচি রাখিনি। মিছিল ডাকলে কলকাতা স্তব্ধ হয়ে যেত। যত মানুষ এখানে আছেন, বাইরে এর থেকে বেশি মানুষ আছেন। আমার ধারণা দুই থেকে আড়াই লাখ মানুষ এখানে সমবেত হয়েছেন। এ রকম শান্তিপূর্ণ সভা কলকাতা দেখেনি।’ তিনি বলেন, ‘মূর্খের স্বর্গে বাস করে আর বিজেপির চকলেট খেয়ে নবীজির বিরুদ্ধে কথা বলা যাবে না। এই আঘাতে সমগ্র বিশ্ব অস্থির হয়ে উঠেছে। বিভিন্ন দেশ ওই ঘটনার নিন্দা জানিয়েছে। এটা বিজেপির জন্য লজ্জা! ভারতের জন্য লজ্জা! এদের লজ্জা বলে কিছু নেই, এদের গণ্ডারের চামড়া!
বিজেপির লোকেরা শুনছেন, এত সহজে ছাড় পাবেন না মশায়। ক্ষমা চান। এবং আমরা চাচ্ছি শাস্তি পেতে হবে। ভালো করে শুনে নিন, প্রিয় নবী (সা)-এঁর উপরে আঘাত, কুরআনের উপরে আঘাত, মায়েদের উপরে আঘাত দিয়ে আল্লাহ্র সঙ্গে যুদ্ধ শুরু করেছ তোমরা। আমরা লড়াই করব না, এই লড়াই উপর থেকে হবে। ছারখার হয়ে যাবে তোমরা’ বলেও মন্তব্য করেন জমিয়তের পশ্চিমবঙ্গের সভাপতি ও রাজ্যের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। এদিনের সভায় নাখোদা মসজিদের ইমা মাওরানা শফিক কাসেমি সহ অন্যান্য ধর্মের ধর্মগুরুরাও উপস্থিত ছিলেন। জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষ থেকে শনিবারের প্রতিবাদ সমাবেশ কেন্দ্র করে কলকাতা উত্তাল হয়ে ওঠে। ধর্মতলা রাণী রাসমণি রোডে ওই প্রতিবাদ সমাবেশে যোগ দেওয়ার জন্য রাজ্যের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ শামিল হন। প্রতিবাদ সমাবেশে বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মা এবং নবীন জিন্দালের আপত্তিকর মন্তব্য বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার বিশিষ্টজনেরা। এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে গ্রেফতার দাবি করেন তাঁরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct