আপনজন ডেস্ক: ‘অগ্নিপথ’ প্রকল্পের ম্যধমে সেনাবাহিনীতে নিয়োগ নিয়ে দেশের বিভিন্ন রাজ্যের যুবরা যখন বিক্ষোভে উত্তাল তখন সেই পরিস্থিতি সামাল দিতে নতুন কিছু সুযোগ সুবিধার কথা ঘোষণা করল কেন্দ্র। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তার বাসভবনে তিন বাহিনীর প্রধানের বৈঠক করার পর শনিবার জানিয়ে দিলেন, প্রতিরক্ষা মন্ত্রকে চাকরির শূন্যপদের ১০% সংরক্ষিত থাকবে অগ্নিবীরদের জন্য। বৈঠকের পরে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অফিসিয়াল ট্যুইটারে জানিয়ে দেওয়া হয়, ভারতীয় উপকূল রক্ষী বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, ১৬টি প্রতিরক্ষা সংক্রান্ত পাবলিক সেক্টর সংস্থাতে অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে। এই সংরক্ষণটি প্রাক্তন সেনাকর্মীদের জন্য বিদ্যমান সংরক্ষণের পাশাপাশি থাকবে।
একইভাবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকও অগ্নিবীরদের জন্য কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) এবং আসাম রাইফেলসে নিয়োগের জন্য ১০% শূন্যপদ সংরক্ষণের সিদ্ধান্ত ঘোষণা করেছে এবং সিএপিএফ এবং আসাম রাইফেলসে নিয়োগের জন্য নির্ধারিত বয়সের সীমার বাইরে তিন বছরের জন্য বয়স ছাড় দেওয়ার সিদ্ধান্তও ঘোষণা করেছে। এছাড়াও, অগ্নিবীরদের প্রথম ব্যাচের জন্য বয়সের এই ঊর্ধ্বসীমা পাঁচ বছর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ নিয়ে রাজনাথ সিং বলেন, অগ্নিবীর কেবল সশস্ত্র বাহিনীতে নতুন নিয়োগপ্রাপ্তদের নাম সর্বস্ব নয়, আজ সৈন্যরা যে মানের প্রশিক্ষণ পাচ্ছে তাদেরও একই মানের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের সময় কম হতে পারে তবে মানের মধ্যে কোনও আপস করা হবে না।
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার এ সপ্তাহে ঘোষণা করে, ‘অগ্নিপথ’ প্রকল্পের মাধ্যমে দেশের তিন সামরিক বাহিনীতে যুবক-যুবতীদের নিয়োগ করা হবে। চার বছরের চাকরির শেষে ৭৫ শতাংশ ‘অগ্নিবীর’-দের অব্যাহতি দেওয়া হবে। সেইসময় তাঁরা মোটা অঙ্কের প্যাকেজ পাবেন। সেইসঙ্গে কেন্দ্র জানিয়েছে, বিভিন্ন সরকারি চাকরিতে ‘অগ্নিবীর’-দের অগ্রাধিকার দেওয়া হবে। যদিও সামরিক বাহিনীতে চাকরির জন্য যাঁরা প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের দাবি, ‘অগ্নিপথ’ প্রকল্পের ফলে তাঁদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তার জেরে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ শুরু হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct