দেবাশীষ পাল, মালদা, আপনজন: সর্বভারতীয় স্তরে ন্যাশনাল ডিফেন্স একাডেমি (এনডিএ) পরীক্ষায় সাফল্য পেল মালদা ইংরেজবাজার শহরের বাশুলীতলা এলাকার বাসিন্দা অর্ণব দাস। সর্বভারতীয় স্তরে ৬৬ তম স্থান দখল করেছেন অর্ণব। গত মঙ্গলবার প্রকাশিত হয়েছে এই পরীক্ষার ফলাফল। আর তাতেই প্রকাশিত ফলাফলে নাম রয়েছে অর্নবের। খুশি পরিবার। ছোটবেলায় অর্নবের পড়াশোনা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির থেকে। ২০২১ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৮২ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়। মাধ্যমিকে প্রায় ৯৫ শতাংশ নম্বর পেয়েছিল সে। তারপর রাজ্যের জয়েন্ট পরীক্ষায় বসে যাদবপুর ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পদে ভর্তি হয়। কিন্তু তার লক্ষ্য ছিল এনডিএ পরীক্ষায় বসার। তারপর ২০২১ সেপ্টেম্বর মাসে এনডিএ পরীক্ষায় বসে অর্ণব। তার পরই তার এই সাফল্য। বাবা প্রয়াত অশোক দাস স্কুলশিক্ষক ছিলেন। মা বিপাশা দাস ইংরেজবাজারের জহুরাতলা উচ্চ বিদ্যালয়ে গ্রুপ ডি পদে কর্মরত।
অর্ণব জানিয়েছে, ছোটবেলা কেটেছে মালদার গ্রামের বাড়ি পরানপুরে। ওই এলাকার ঘরে ঘরে প্রায় সেনাবাহিনীর কর্মী রয়েছেন। তবে আমার এনডিএ সম্পর্কে তেমন কিছু জানা ছিল না। একাদশ শ্রেণীতে পড়ার সময় প্রথম এইসব ভারতীয় পরীক্ষা সম্পর্কে জানতে পেরে প্রস্তুতি নিতে শুরু করি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য তেমনভাবে সময় দিতে না পারায় প্রথম দুইবার লিখিত পরীক্ষায় সফল হতে পারেনি। কিন্তু হাল ছাড়িনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct