সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: পেট্রোল ডিজেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং একশো দিনের কাজের বকেয়া টাকা রাজ্য সরকারকে কেন্দ্র সরকার দিচ্ছে না তার প্রতিবাদে কোতুলপুরে শুক্রবার একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল। কোতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সংগীতা মালিক ও সভাপতি সমির বাগের নেতৃত্বে এই প্রতিবাদ মিছিল হল। এদিনের এই প্রতিবাদ মিছিলে প্রায় ১০ হাজার তৃণমূল কর্মী সমর্থক ও অগণিত মহিলারা এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন। কোতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সমির বাগ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান , স্বৈরাচারী মোদি সরকার বাংলাকে সবদিক থেকে বঞ্চিত করছে। রাজ্যের খেটে খাওয়া সাধারণ মানুষদের কথা চিন্তা করছে না। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো আমরা এই প্রতিবাদ সভা করলাম, বিষ্ণুপুর সাংগঠনিক মহিলা সভানেত্রী সংগীতা মালিক বলেন, কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহারকে সাধারণ মানুষ ভোটে জেতালেও আজ প্রয়োজনে পাচ্ছেন না। তিনি সবসময় বাইরে বাইরে ঘুরে বেড়ান কাজেই মানুষ তাদের ভুল নিশ্চই বুঝে গেছে। সামনেই পঞ্চায়েত ভোট। আজ যেভাবে সাধারণ মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছে তাতে বলাই যায় আগামী দিনে আমরা নিশ্চিত ভালো ফল করব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct