সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: দীর্ঘদিন রাস্তা বেহাল। প্রশাসনের বিভিন্ন স্তরে বারবার হাজারো আবেদন নিবেদনের পরেও রানীবাঁধের তালগোড়া থেকে তুংচাড়র ভিরিঙ্গি মোড় পর্যন্ত ন’কিলোমিটার বেহাল রাস্তা সংস্কার হয়নি। এবার রাস্তার জমা জলে মাছ ছেড়ে অভিনব প্রতিবাদে সামিল হলেন জঙ্গল মহলের মানুষ। ওই এলাকার মানুষ জানিয়েছেন, বছর ১২ আগে জেলা প্রশাসনের উদ্যোগে এই পিচ রাস্তাটি তৈরী হয়। কিন্তু বর্তমানে ওই রাস্তা যানচলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে বীরখাম, রাজাকাটা, নাচনা, চুড়াপাথর, কড়াপাড়া, বহড় সহ শতাধিক গ্রামের মানুষ সমস্যায় পড়ছেন। স্কুল, কলেজ, হাসপাতাল সহ বহির্জগতের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম এই রাস্তাটি। ফলে দিন দিন সমস্যা বাড়ছে বই কমছে না বলে তারা জানান। এ বিষয়ে বাঁকুড়া জেলা পরিষদের সদস্য চিত্তরঞ্জন মাহাতো বলেন রাস্তাটি সত্যিই খারাপ অবস্থায় আছে। ওই রাস্তার কিছুটা অংশ জেলা পরিষদ ও বাকি অংশ রানীবাঁধ পঞ্চায়েত সমিতির অধীনে। ওই রাস্তা সংস্কারের বিষয়টি জেলা শাসকের নজরে আনা হয়েছে বলে তিনি জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct