নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: মাধ্যমিকে সপ্তম স্থান অধিকারের পর পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রথম স্থান পেল বালির বাসিন্দা হিমাংশু শেখর। ব্যারাকপুরের সেন্ট্রাল মডেল স্কুলের ছাত্র হিমাংশুর সাফল্যে কার্যতই আনন্দের বাঁধ ভেঙেছে তাদের বালি দেওয়ানগাজি রোডের ফ্ল্যাটে। ছোট্ট পরিবারে বড় ছেলে হিমাংশু যে এতবড় সাফল্য পাবে তা যেন বিশ্বাসই হচ্ছেনা মা অনিতা প্রসাদ ও বাবা উপেন্দ্রপ্রসাদের। বাবা উপেন্দ্রপ্রসাদ হাওড়া স্টেশনের স্টেশন মাস্টার। তিনি নিজের অফিসেই খবর পান ছেলের এই সাফল্যের। হিমাংশু জানিয়েছে সিবিএসই’র চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি জয়েন্টের জন্যও প্রস্তুতি নিয়েছিল সে। তবে মূলত সর্বভারতীয় জয়েন্ট মেন ও অ্যাডভান্সের ফলের দিকেই এখন অপেক্ষায় আছে হিমাংশু। ইঞ্জিয়ারিং নিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে সে নিজেকে একজন শিল্পোদ্যোগী হিসেবে গড়ে তুলতে চায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct