সম্প্রীতি মোল্লা , কলকাতা, আপনজন : শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস জানালো - 'এখন থেকে নিয়োগ দুর্নীতির সব মামলার তদন্ত করবে সিবিআইয়ের সিট। গ্রুপ সি, গ্রুপ ডি, প্রাইমারি, নবম-দশম, একাদশ-দ্বাদশ সবেতেই তদন্ত করবে সিবিআইয়ের সিট। সিটের তত্ত্বাবধানে থাকবেন সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা এন বেণুগোপাল।পর্যবেক্ষণের জন্য থাকবেন কলকাতার দুর্নীতি দমন শাখার প্রধান রাজীব মিশ্র', আরও ৬ জন আধিকারিক থাকছেন সিবিআইয়ের সিটে'।এদিন এসএসসি-র গ্রুপ ডি এবং গ্রুপ সি নিয়োগ মামলায় সিবিআইয়ের রিপোর্ট জমা পড়েছে কলকাতা হাইকোর্টে। এসএসসি সংক্রান্ত মামলার এই তদন্তগুলিও করবে সিবিআইয়ের গঠিত স্পেশাল ইনভেস্টিগেশন টিম। ইতিপূর্বে কলকাতা হাইকোর্ট প্রাইমারি নিয়োগ দুর্নীতির অভিযোগের তদন্তে সিবিআইকে সিট গঠন করে তদন্তকারী অফিসারদের নামের তালিকা জমা দিতে নির্দেশ দিয়েছিল।সেই মতো সিবিআইয়ের সিটের অফিসারদের নামের তালিকা জমা করা হয় আদালতে। ৬জন অফিসার রয়েছে এই বিশেষ তদন্তকারী দলে। সিবিআইয়ের সিটের দায়িত্বে থাকছেন রাজীব মিশ্র।সম্প্রতি এসএসসি নিয়োগ দুর্নীতির অভিযোগে বেশ কয়েকটি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার এই সংক্রান্ত চারটি মামলায় আদালতে প্রথম স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। চলতি সপ্তাহে এসএসসি নিয়ে সিবিআইয়ের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছিলেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি মামলার তদন্তেরও দায়িত্ব দেওয়া হয়েছে সিবিআইয়ের গঠন করা সিটের হাতে। উল্লেখ্য , এসএসসি নিয়োগ দুর্নীতির মামলার তদন্তে নেমে ইতিমধ্যেই এসএসসির তত্কালীন উপদেষ্টা কমিটির চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহা এবং অন্যান্যদের জিজ্ঞাসাবাদ করেছে। এছাড়া তত্কালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী কে জিজ্ঞাসাবাদ চালিয়েছে সিবিআই। মধ্যশিক্ষা পর্ষদ ও প্রাথমিক শিক্ষা সংসদ অফিসের সার্ভার রুমে তথ্য সংগ্রহ করেছে সিবিআই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct