সম্প্রীতি মোল্লা , কলকাতা, আপনজন : শুক্রবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তদন্ত এর অগ্রগতি রিপোর্ট জমা করে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে সিবিআই। তব্র সেই সিটের মাথায় কেন যুগ্ম অধিকর্তা পর্যায়ের অফিসার রাখা হল না, তা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্ট এর সিঙ্গেল বেঞ্চ। বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন, -' এই মামলায় যুগ্ম অধিকর্তার নেতৃত্ব দিতে কী অসুবিধা রয়েছে?' এর প্রতুত্তরে সিবিআইয়ের আইনজীবী জানান - 'যুগ্ম অধিকর্তা কে শুধুমাত্র একটি মামলায় রাখা যায়না।পূর্ব ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা দেখেন তিনি।তবে এই মামলার পর্যবেক্ষণে তিনি থাকবেন '।
শুক্রবার আদালতে ৬ জন সদস্যের তালিকা জমা দিল সিবিআই।কারা আছে সিবিআইয়ের এই তালিকাতে? জানা গিয়েছে, এই দলের মাথায় থাকবেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর এন বেনু গোপাল। বাকি সদস্যরা হলেন, রাজীব মিশ্র (সিবিআইয়ের শাখা প্রধান), ধরমবীর সিং (এডিশনাল এস পি), সত্যেন্দ্র সিং (ডেপুটি এস পি), এসি সি নিশি নামল, সোমনাথ বিশ্বাস (ইন্সপেক্টর), মলয় দাস (ইন্সপেক্টর), ইমরান আশিক (ইন্সপেক্টর)। হাইকোর্ট মনে করছে , -' আগামী ২-৩ মাস সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে সিবিআই তদন্ত শুরু করুক'। নিয়োগ দুর্নীতির মামলায় অনেকেই যুক্ত রয়েছেন তাই আদালত মনে করছে জয়েন্ট ডিরেক্টর এন বেনুগোপালের নেতৃত্বে তদন্ত শুরু হোক। পরে সমস্যা হলে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করবে আদালত।যদিও আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন সিবিআই আধিকারিক উপেন বিশ্বাস কে বলেন -' সিবিআইয়ের প্রাক্তন জয়েন্ট ডিরেক্টর উপেন বিশ্বাসের নেতৃত্বে যদি সিট তদন্ত করা হয়, তাহলে কোন সমস্যা আছে কিনা। তার উত্তরে উপেন বিশ্বাস জানান, -' ৮১ বছর বয়স। এখনও তাঁকে তদন্তের ভার দেওয়ার বিষয়টি কে স্বাগত জানাই। তবে বিষয়টি নিয়ে আদালতকে আর একবার ভাবার অনুরোধ করবো'। একই সঙ্গে বলেন, একজন জয়েন্ট ডিরেক্টর সর্বোচ্চ পদাধিকারী যে কোনও তদন্তের ক্ষেত্রে। কাকে সমন করবেন সব ঠিক করেন জয়েন্ট ডিরেক্টর। তাই সিটের মাথায় জয়েন্ট ডিরেক্টরকে রাখা হোক, এমনই প্রস্তাব দেন উপেন বিশ্বাস । এই মামলার পরবর্তী শুনানি আগামী ২০ জুন রয়েছে ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct