অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: পরিবেশের বাস্তুতন্ত্র রক্ষায় সর্প সচেতনতা শিবির পালন করা হল দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের তিওড় কিষাণ মাণ্ডিতে। এর আয়োজন করে দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ও ব্যবস্থাপনায় উজ্জীবন সোসাইটি এবং সব রকমের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় দক্ষিণ দিনাজপুর স্নেক এন্ড অ্যানিম্যাল প্রটেকশন সমিতি, বালুরঘাট। গ্রামাঞ্চলের কিছু মানুষ এখনও কুসংস্কারাচ্ছন। সাপে কাটা রোগীদের নিয়ে ওঝা, ফকির, গুনীনদের শরনাপন্ন হন এবং তাতে রোগী মারা যান। তাই মানুষ ভয়ে বা নিজ স্বার্থে সাপ যাতে না মারে সেই বার্তা দেবার জন্য আজকের এই সাপ সমস্যা ও সর্পাঘাত বিষয়ক সচেতনতা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে এই সচেতনতা শিবির। সর্প বিশারদ দক্ষিণ দিনাজপুর স্নেক এন্ড অ্যানিম্যাল প্রটেকশন সমিতির সম্পাদক অতনু ঘোষ এবং সহ-সম্পাদক মনোজিৎ দেব এই শিবিরে মূল্যবান বক্তব্য রাখেন। সাপের কামড়ে আর মৃত্যু নয় । বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দেবব্রত ঘোষ । উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী জ্যোতি বিকাশ দত্ত। প্রারম্ভিক বক্তব্যে আনোয়ার মণ্ডল সর্প বিষয়ক নানান ভুল ধারনাগুলো উপস্থিত ব্যক্তিবর্গের সামনে তুলে ধরেন । এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের আইনি পার্শ্বসেবক অর্পিতা দাস ও বিজয় বর্মণ,। উজ্জীবন সোসাইটির সম্পাদক সুরজ দাস।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct