সম্প্রীতি মোল্লা, কলকাতা, আপনজন: বৃহস্পতিবার দিনভর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দফায় দফায় অভিযান চালালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এদিন সকালে মধ্যশিক্ষা পর্ষদের অফিসে গিয়েছিল সিবিআই। তারপর সিবিআই গেল পর্ষদের চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বাড়িতে। কিছুক্ষণ থেকে কল্যাণ বাবুকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হল পর্ষদের অফিসে ঘটনাচক্রে এদিনই সিবিআই এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার বাড়িতে যায় সিবিআই ।সাড়ে পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে তাঁর বাড়িতে তল্লাশি চলছে।
এসএসসি কেলেঙ্কারির তদন্তে যে কেন্দ্রীয় সংস্থা উঠে পড়ে লেগেছে তা ঘটনা পরম্পরা দেখে বোঝা যায়। এদিন সকাল ৯টা নাগাদ মধ্যশিক্ষা পর্ষদের অফিসে হানা দেয় সিবিআই। তখনই ডাকা হয়েছিল কল্যাণময় গঙ্গোপাধ্যায়কেও। সিবিআই সুত্রে প্রকাশ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আগে এসএসসি ঠিক করত কোন শিক্ষক কোন স্কুলে যাবেন। এখন এসএসসি প্যানেল তৈরি করে পর্ষদকে পাঠিয়ে দেয়, তার পরে পর্ষদ ঠিক করে সেটি। এই নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই কারণে পর্ষদ অফিসে সিবিআই ‘।পর্ষদের অফিসে গিয়ে সকালে জোরদার তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। খতিয়ে দেখা হয় সার্ভার রুমে হার্ডডিস্ক, বিভিন্ন নথি।এসএসসি-র নিয়োগপদ্ধতি সম্পর্কে নানা তথ্য জানতে চেয়েই এই তল্লাশিতে গিয়েছিল সিবিআই। কারা নিয়োগ করেছে, কীভাবে করা হয়েছে, কোন পথে নিয়োগ- এই সমস্ত প্রশ্ন জানার চেষ্টা করছে সিবিআই।এদিন দুপুরের পর কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে মধ্যশিক্ষা পর্ষদের অফিসে নিয়ে যায় সিবিআই। সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct