জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া, আপনজন: মাও আতঙ্কের কারণে দীর্ঘ প্রায় ১২ বছর বন্ধ থাকার পর অবশেষে পুনরায় পথ চলা শুরু করলো পুরুলিয়া ডিভিশনের বলরামপুর রেঞ্জে এলাকার ঘাটবেড়া বিট কার্য্যালয়। মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বলরামপুর রেঞ্জের অযোধ্যা পাহাড় সংলগ্ন এলাকায় অবস্থিত ঘাটবেড়া বিট অফিসের শুভ সূচনা হয়। এদিন কার্য্যালয়ের মুল গেট ফিতে কেটে উদ্বোধন করেন পুরুলিয়া জেলা ডিএফও দেবাশীষ শর্মা এবং সিএফসি মানস রঞ্জন ভট্ট। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলরামপুর বনাধিকারিক সুবিনয় পান্ডা,বলরামপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সুভাশিষ ঘোষ,বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই মন্ডল,ঘাটবেড়া বিট অফিসার সহ অন্যান্য আধিকারিকেরা ছাড়াও এলাকার বহু মানুষজন। জানা যায় মাওবাদীরা গত ২০১০ সালের ২০ জুলাই রাতে রবি হেমব্রম নামে এক বন কর্মীকে নির্মমভাবে মেরে তার দুটি পা অচল করে দেয়। পরে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। এই ঘটনার পর থেকেই আতঙ্কে এবং নিরাপত্তার খাতিরে এই অফিস সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে যায়। তবে ঘটনার প্রায় ১২ বছর পর পুনরায় এই কার্য্যালয় চালু হওয়ায় খুশি এলাকার মানুষজন। অন্যদিকে এই কার্য্যালয় পুনরায় শুরু হওয়ায় বনকর্মীদের কাজের গতি বাড়বে বলেও মনে করছেন এলাকাবাসী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct