নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: যেমন কথা তেমন কাজ। প্রতি পাঁচ হাজার জনসংখ্যা পিছু একটি করে উপস্বাস্থ্য কেন্দ্র বা সাব সেন্টার গড়ে তোলার কথা বছর খানেক আগে ঘোষণা করেছিলেন রাজ্য সরকার। ঘোষণার এক বছর কাটতে না কাটতেই রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে উপ স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার কাজ। বুধবার রাজ্য সরকারের উদ্যোগে হরিশচন্দ্রপুর-১ নং ব্লকের তপশিলি জাতি ও উপজাতিদের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য গরগড়ি এলাকায় আনুষ্ঠানিক ভাবে ফিতে কেটে এক উপ-স্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়।
এদিন উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ অমল কৃষ্ণ মন্ডল,হরিশ্চন্দ্র পুর-১ নং ব্লকের জয়েন্ট বিডিও বিপ্লব কুমার ঘোষ,হরিশ্চন্দ্রপুর থানার নতুন আইসি দেবদূত গজমের,হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান জিয়াউর রহমান,সিডিপিও অনুপ সরকার ও মালদা জেলা পরিষদের সাধারণ সম্পাদক জম্মু রহমান সহ স্থানীয় নেতা নেতৃত্বরা। রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান জিয়াউর রহমান জানান,একজন এএনএম নার্স ও একজন আশা কর্মী নিয়ে আপাতত ভাড়া বাড়িতে উপ স্বাস্থ্য কেন্দ্রটি গড়ে তোলা হলেও পরবর্তীকালে এরজন্য সরকারি ভাবে নিজস্ব ভবন নির্মাণ করা হবে।ছোটোখাটো চিকিৎসা ও প্রসূতি মহিলাদের টীকা নেওয়ার জন্য যাতে আদিবাসী কোনো মহিলাকে দূরদূরান্তে যেতে না হয় তার জন্যই এই উপ স্বাস্থ্য কেন্দ্র। সরকারি ছুটি বাদে সবদিনই এই উপ স্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিৎসা পরিষেবা পাবেন এলাকার মহিলারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct