আপনজন ডেস্ক: উত্তরপ্রদেশে বিক্ষোভকারীদের ঘরবাড়ি বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়ার বিষয়ে বৃহস্পতিবার রাজ্য সরকারকে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। বুলডোজার দিয়ে বিক্ষোভকারীদের ঘরবাড়ি ভেঙে দেওয়ার উপর স্থগিতাদেশ চেয়ে জমিয়তে উলামায়ে হিন্দের আর্জির পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বিচারপতি এএস বোপান্না এবং বিচারপতি বিক্রম নাথের অবকাশকালীন বেঞ্চ বলেছে, ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার বিষয়টি আইন অনুযায়ী হতে হবে, তা প্রতিশোধমূলক ব্যবস্থা হতে পারে না। শীর্ষ আদালত অবশ্য উত্তরপ্রদেশ সরকারকে ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া বন্ধের নির্দেশ না দিলেও বলেছে, তারা ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া স্থগিত করতে পারেন না। বরং তারা রাজ্য সরকারকে আইন অনুযায়ী চলতে বলতে পারে। মহানবী হজরত মুহাম্মদ সা.-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে সম্প্রতি উত্তরপ্রদেশে বিক্ষোভ হয়। এই বিক্ষোভ এক পর্যায়ে সহিংস রূপ নেয়। অভিযোগ, সহিংসতায় জড়িত থাকার অভিযোগ তুলে বেছে বেছে মুসলমান জনগোষ্ঠীর ঘরবাড়ি বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দিচ্ছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার। তাই উত্তরপ্রদেশে মুসলমান জনগোষ্ঠীর বিরুদ্ধে যোগী সরকারের বুলডোজার নীতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল জমিয়তে উলামায়ে হিন্দ। জমিয়তে উলামায়ে হিন্দ উত্তরপ্রদেশে বিক্ষোভ মোকাবিলায় সম্পত্তি নষ্টের অভিযান বন্ধে সুপ্রিম কোর্টে আরজি জানায়। উত্তর প্রদেশে অবৈধভাবে বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার জন্য দায়ী রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্টে আবেদন জানায় তারা। আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে যাতে কারও ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া না হয়, তা নিশ্চিত করতে উত্তর প্রদেশ সরকারকে নির্দেশ দিতে সুপ্রিম কোর্টের প্রতি আবেদন জানায় জমিয়তে উলামায়ে হিন্দ।জমিয়তে উলামার পক্ষে আইনজীবী সিইউ সিং সুপ্রিম কোর্টে বলেন, উত্তর প্রদেশের জন্য স্থিতাবস্থা প্রযোজ্য নয় এই সত্যের সুযোগ নিয়ে, রাজ্য সরকার মুহাম্মদ সা.-এর বিরুদ্ধে দুই রাজনৈতিক নেতার কিছু আপত্তিকর মন্তব্যের পরে সহিংস ঘটনায় জড়িত ব্যক্তিদের সম্পত্তি বুলডোজ করার জন্য এগিয়ে যায়। অভিযোগ করেন, বুলডোজার দিয়ে ধ্বংসের ফলে আইনের শাসন এবং উত্তরপ্রদেশ রাজ্য দ্বারা প্রণীত পৌরআইন লঙ্ঘন করা হচ্ছে। বিচারপতি বোপান্না এ নিয়ে বলেন, নোটিশ ছাড়া ধ্বংসযজ্ঞ চলতে পারে না, আমরা এ বিষয়ে সচেতন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct