আপনজন ডেস্ক: ইউক্রেনের পশ্চিম লভিভ অঞ্চলে ন্যাটো সদস্য দেশগুলোর কিয়েভকে দেওয়া অস্ত্রের একটি গোলাবারুদ গুদামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে ওই স্থাপনা ধ্বংস হয়েছে বলে রাশিয়ার দাবি। বুধবার আল জাজিরার লাইভ প্রতিবেদনের খবরে এই তথ্য জানানো হয়েছে। রুশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এসব গোলাবারুদের কিছু মার্কিন উৎপাদিত এম৭৭৭৭ হুইটজার ব্যবহার করা হত। তবে রাশিয়ার এই দাবি নিয়ে ইউক্রেনে বা ন্যাটোর কোন দেশের পক্ষ থেকে মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া রাশিয়ার এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আল জাজিরা। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১১২ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct