অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বৃহস্পতিবার জেলা শাসক ও জেলা পুলিশ সুপার কে ডেপুটেশন দেওয়া হয় আদিবাসী সিঙ্গেল অভিযান-এর পক্ষ থেকে। মূলত আদিবাসী সমাজের সংবিধান ও আইন লাগু করা, আদিবাসী সমাজে রাজতন্ত্র নয়, গণতন্ত্র লাগু করা প্রভৃতি দাবি দাওয়া নিয়ে এদিন ডেপুটেশন ও ধরনা কর্মসূচিতে শামিল হয় শতাধিক আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষ। অন্যদিকে ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা শাসক ও জেলা পুলিশ সুপারের দপ্তরের সামনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। এবিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা আদিবাসী সেঙ্গেল অভিযান এর সভাপতি পরিমল মার্ডি জানান, আমাদের আদর্শ সিঙ্গেল অভিযানে তরফে বাংলা বিহার উড়িষ্যা ঝাড়খন্ড রাজ্যে ডেপুটেশন কর্মসূচি চলছে। বিভিন্ন দাবি দাবা নিয়ে এই প্রদর্শনী চলছে। সেইমতো দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে আমাদের দাবি পত্র তুলে দিয়েছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct