মঞ্জুর মোল্লা, নদিয়া, আপনজন: নদিয়া জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী চাপড়া পাথুরিয়া গ্রামে টোটো চালকের ছেলে এবছরের উচ্চমাধ্যমিকের মেধা তালিকায় স্থান দখল করেছে। নিজের চাষের জমি বলতে কিছু নেই শুধুমাত্র সম্বল টোটো টোটো নিয়ে বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে যেটুকু উপার্জন করে সংসার চালাল আর ছেলের পড়াশোনা খরচা অনেক কষ্ট করে ছেলেকে পড়াশোনা করিয়েছেন।
এ বছরে উচ্চমাধ্যমিক ফল প্রকাশ হতেই দেখা গেল তার একমাত্র ছেলে মমিন শেখ ৪৮৮ নম্বর পেয়েছে। ফল এলাকায় জানাজানি হতেই টোটো চালকের ছেলেকে বিভিন্ন জায়গায় থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। প্রত্যন্ত বাংলাদেশ সীমান্ত লাগোয়া টোটো চালকের ছেলে এত ভালো ফল করেছে এলাকায় তাক লাগিয়ে দিয়েছে। প্রথমে সে মাধ্যমিক দিয়েছিল এলাকারই একটি স্কুল থেকে আঞ্চলিক বিদ্যাপীঠ থেকে মাধ্যমিক পরীক্ষা পাশ করার পরে আল-আমিন মিশনের পশ্চিম নিয়েছিল উচ্চমাধ্যমিকে পরীক্ষা দিয়েছিল। রবিবার প্রতিবেশী জানান টোটো চালক এর কোনরকম সংসার চালিয়ে এলাকাতে বহু টোটো চলাফেরা করে তাই আগের থেকে অনেকটাই কমে গেছে লকডাউনের মধ্যে বিভিন্ন গ্রামে ফেরি করে সবজি বিক্রি করতেন। তার ভিতরে ছেলের পড়াশোনা খরচা যুগিয়েছে। ছেলে মমিনের ইচ্ছা সে ডাক্তারের নিয়ে পড়াশোনা করবে এবং এলাকার গরিব মানুষের বহু মানুষ চিকিৎসা পায় না তাই তার কাজ পড়াশোনা করে একটা ভাল চিকিৎসক হয়ে সে মানুষের পাশে দাঁড়াবে। মমিনের স্কুল শিক্ষক সাদ্দাম হালসানা জানান ছোট থেকে সে খুব ভালো পড়াশোনা করত এবং আমার কাছেও খুব ভালো পড়াশোনা করত ভালো রেজাল্ট করবে আমরা জানতাম এবং খুবই ভালো ছেলে আগামী দিন সে তার ইচ্ছা পূরণ করুক এটাই আমার আশীর্বাদ রইল। উচ্চমাধ্যমিকে যে নাম্বার পেয়েছে সেই নাম্বারে তাক লাগিয়ে দিয়েছে আমাদের এলাকার মধ্যে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct