আপনজন ডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলীয় কিশ দ্বীপে পরপর অন্তত তিনটি ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ৬ মিনিট থেকে ১২টা ৪৮ মিনিট পর্যন্ত দফায় দফায় এই ভূকম্পন অনুভূত হয়েছে। ইরানে আঘাত হানা এই ভূমিকম্পে আরব উপসাগরীয় অঞ্চলের বাহরাইন, সৌদি আরব, ইরান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতও কেঁপে উঠেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলেছে, বুধবার সকালের দিকে ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছের কিশ দ্বীপে ৪ দশমিক ৭ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হেনেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct