এম মেহেদী সানি, কলকাতা, আপনজন: হজরত মুহাম্মদ সা-কে নিয়ে কুরুচিকর মন্তব্যের জেরে অভিযুক্ত নূপুর শর্মার গ্রেফতারের দাবীতে আন্দোলনরত ধর্মপ্রাণ মুসলিমদের উপর পুলিশি অভিযান ও বিশৃঙ্খল বিক্ষোভ দমনের নামে নিরপরাধ মুসলিমদের উপর পুলিশি জুলুম, বেআইনি বুলডোজার সন্ত্রাস সৃষ্টির বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়ল ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া ও তার ছাত্র-যুব শাখা ফ্র্যাটার্নিটি মুভমেন্ট অফ ইন্ডিয়া। ফ্র্যাটার্নিটি মুভমেন্ট অফ ইন্ডিয়া-র কেন্দ্রীয় সম্পাদিকা তথা সিএএ বিরোধী আন্দোলনের অন্যতম মুখ জে.এন.ইউ. বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আফরিন ফতেমা-র বাড়ি বুলডোজার চালিয়ে অন্যায়ভাবে ভেঙ্গে ফেলার প্রতিবাদে ও পার্টির কেন্দ্রীয় নেতা উত্তরপ্রদেশের প্রয়াগরাজের জাভেদ মোহাম্মদের নিঃশর্ত মুক্তির দাবী সহ ছয় দফা দাবীতে আজ রাজভবন অভিযানে সামিল হন সংগঠনের কর্মী-সমর্থক ও নেতৃত্ববৃন্দ।
ওয়েলফেয়ার পার্টির পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ‘সম্প্রতি যখন ভারতের মতো বহুত্ববাদী সংস্কৃতির গণতান্ত্রিক রাষ্ট্রে একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায় সম্পর্কে হিংসাত্মক মন্তব্য করে ও সেই ধর্মের পয়গম্বরের বিষয়ে বিষাক্ত মন্তব্য করে দুজন পার্টি প্রবক্তা নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছেন, তখন দেশের একটা বড় সংখ্যালঘু সম্প্রদায় কোর্ট ও নির্বাচিত সরকারের নীরবতায় হতাশ হয়ে রাস্তায় নেমে প্রতিবাদে মুখর হলে তাদের উপর নেমে আসছে পুলিশী জুলুম আর বুলডোজার সন্ত্রাসের ভীতি প্রদর্শন। সেই প্রক্রিয়ায় বিগত ১১ই জুন,২০২২ শনিবার রাতে ওয়েলফেয়ার পার্টির কেন্দ্রীয় নেতা উত্তরপ্রদেশের প্রয়াগরাজের জাভেদ মোহাম্মদ, তার প্রতিবাদী কন্যা ফ্র্যাটার্নিটি মুভমেন্ট অফ ইন্ডিয়া-র কেন্দ্রীয় সম্পাদিকা জে.এন.ইউ. বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আফরীন ফতেমা সহ তার মা-বোন অন্যায়ভাবে বিনা নোটিশে যোগী পুলিশের হাতে গ্রেপ্তার হন এবং একটি জরুরী বিজ্ঞপ্তি দিয়ে পরের দিন সকালেই তাঁদের বসতবাড়ি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।’
এ প্রসঙ্গে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি মনসা সেন বলেন, ‘বুলডোজার সন্ত্রাস একটি সাংবিধানিক গণতান্ত্রিক রাষ্ট্রে একেবারেই কাম্য নয়। আসলে, সকল ঘটনা প্রবাহ দেখে এটাই মনে হচ্ছে যে, নির্বাচিত সরকার রাজ্যে ও রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ। তাই, সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ও অগণতান্ত্রিক ব্যবস্থাপনার বিরুদ্ধে যারাই সোচ্চার হবেন সরকার তাঁদের টার্গেট করে বিভিন্ন মিথ্যা অজুহাতে পুলিশ দিয়ে হয়রানি করবে বা বুলডোজার চালিয়ে দমন-পীড়নের পথে হাঁটবে। এধরনের রাজনৈতিক সংস্কৃতি কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। আইনের দৃষ্টিতে সকলেই সমান। তাই, কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করা বা ঘৃণা, বিদ্বেষ ছড়িয়ে কেউ নিরপরাধ হয়ে ঘুরে বেড়াতে পারে না। আমরা জাভেদ মোহাম্মদ সাহেব সহ সকল নিরপরাধ প্রতিবাদকারীদের নিঃশর্ত মুক্তির দাবী রাখছি এবং পুলিশি গুলিচালনা ও অত্যাচারে ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ দাবী করছি।’ এদিনের বিক্ষোভ কর্মসূচী ও রাজভবন অভিযানে সামিল হন পার্টির রাজ্য সভাপতি শ্রী মনসা সেন, রাজ্য সাধারণ সম্পাদক সারওয়ার হাসান। ওয়েলফেয়ার পার্টির রাজ্য সাধারণ সম্পাদক সারওয়ার হাসান যোগী-মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন,’দেশ আজ সর্বরকম ভাবে পিছিয়ে পড়ছে। বাড়ছে বেকারত্ব, বাড়ছে দ্রব্যমূল্য, বাড়ছে অর্থনৈতিক বৈষম্য, বাড়ছে আন্ত: সাম্প্রদায়িক বৈরিতা। যোগী-মোদী সরকার তাই আইনের শাসন প্রতিষ্ঠা করতে না পেরে ও উন্নয়নের রাস্তা না দেখাতে পেরে গণতান্ত্রিক কণ্ঠের টুঁটি চেপে ধরে দেশের সংবিধান ও গণতান্ত্রিক ব্যবস্থাপনার উপর বুলডোজার চালিয়ে দিতে চাইছে। আমরা কোনওভাবেই তা হতে দেবো না। ভারতবর্ষকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তরিত করার স্বপ্ন নিয়ে সমস্ত রকম গণতান্ত্রিক পথে আমাদের লড়াই-সংগ্রাম চলবে। আমরা সুপ্রিম কোর্টে যাবো, আমরা মানবাধিকার কমিশনে যাবো, কিন্তু কোনওভাবেই এই স্বৈরাচারী রাষ্ট্রীয় সন্ত্রাস মেনে নেব না।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct