নিজস্ব প্রতিবেদক, রাজারহাট, আপনজন: আগামী বছরে রাজ্যের গ্রাম পঞ্চায়েত গুলিতে নির্বাচন। বিগত পুরসভা নির্বাচনের মতো ২০২৩ সালের ত্রিস্তর নির্বাচনে গ্রামাঞ্চলে জয়ের সেই ধারা বজায় রাখতে মরিয়া তৃণমূল সরকার। সেই লক্ষ্যে ইতিমধ্যে কোমর বাঁধছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত গুলি। গ্রাম সংসদ সভাকে হাতিয়ার করে বিগত পাঁচ বছরের উন্নয়নের পরিসংখ্যান তুলে ধরতে একেবারে সরাসরি জনতার দরবারে পৌঁছে যাচ্ছে পঞ্চায়েতের কর্তা-ব্যক্তিরা। বুধবার এমনই একটি গ্রাম সংসদ সভা অনুষ্ঠিত হয় রাজারহাট পঞ্চায়েত সমিতি’র পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত অন্তর্গত বনমালীপুর প্রাইমারি স্কুলে। সেখানে উপস্থিত অসংখ্য মানুষের সামনে পঞ্চায়েতী উন্নয়ন কথা তুলে ধরে পঞ্চায়েত প্রশাসন। আধিকারিকদের কাছে পেয়ে বাসিন্দারাও নিজেদের মতামত প্রদান করেন। এবিষয়ে সংশ্লিষ্ট ২৫-২৬ পার্টের নির্বাচিত সদস্য প্রবীর মন্ডল জানান, এলাকার উন্নয়নের কাজকে ত্বরান্বিত করতে এই গ্রাম সংসদ সভা। অঞ্চলের পাশাপাশি সেখানে রাজ্র সরকারের জনহিতকর একাধিক প্রকল্পের সুবিধা মানুষের কাছে তুলে ধরা হয়েছে। লক্ষ্য গ্রাম অঞ্চলে আরও উন্নততর পরিষেবা পৌঁছে দেওয়া।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct