আপনজন ডেস্ক: দিল্লির কনস্টিটিউশন ক্লাবে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বিজেপি বিরোধী দলগুলির বৈঠক বুধবার অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে ১৭টি বিজেপি বিরোধী দল অংশ নিলেও অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি, আসাদউদ্দিন ওয়াইসির মিম সহ আরও কয়েকটি দলের প্রতিনিধিরা হাজির ছিলেন না। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে আয়োজিত এদিনের বৈঠকে অবশ্য বিরোধী দলগুলির রাষ্ট্রপতি প্রার্থীর ব্যাপারে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জানা গেছে, এদিনের বৈঠকে সর্বসম্মতি ক্রমে শরদ পাওয়ারের নাম প্রস্তাব করা হলেও শরদ পাওয়ার জানিয়ে দিয়েছেন তিনি রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে চান না। যদিও এদিনের বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে কোনো একজনকে ‘সর্বসম্মত’ রাষ্ট্রপতি পদপ্রার্থী করা হবে।
উদ্বোধনী ভাষণে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “আমাদের কাছে রাষ্ট্রপতি নির্বাচন ২০২৪-এর সূচনা। আজাদি কা অমৃত মহোৎসবের বছরে, আমরা এমন একজন সাধারণ প্রার্থীকে দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছি যিনি সত্যিকার অর্থেই সংবিধানের রক্ষক হিসাবে কাজ করতে পারেন। বিজেপি সরকারের সময় কেন্দ্র-রাজ্য সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আক্রমণ শুরু করেছে। এছাড়া, কেন্দ্রীয় সংস্থাগুলি বিরোধী দলগুলিকে টার্গেট করছে।এরপর মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের জন্য শরদ পাওয়ারের নাম প্রস্তাব করেন, যেখানে অন্যান্য দলের সমর্থন ছিল। কিন্তু এনসিপি সুপ্রিমো সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, তিনি মৃত্যু পর্যন্ত সক্রিয় রাজনীতিতেই থাকতে চান। তাই রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে চান না। এদিনের বৈঠকের পর আরএসপির এন কে প্রেমচন্দ্রন জানান, রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মহাত্মা গান্ধীর পৌত্র গোপালকৃষ্ণ গান্ধী ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহর নাম প্রস্তাব করেছেন মমতা। যদিও সর্বসম্মত প্রার্থী হিসেবে কাকে মনোনীত করা হবে তা পরবর্তী বৈঠকে ঠিক হবে। এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,‘বেশ কয়েকটি দল আজ এখানে ছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কেবল একজন সর্বসম্মত প্রার্থী বেছে নেব। সবাই এই প্রার্থীকে আমাদের সমর্থন দেবে। আমরা অন্যদের সঙ্গে পরামর্শ করব। এটি একটি ভাল শুরু। আমরা কয়েক মাস পরে একসাথে বসেছিলাম এবং আমরা আবার বসব।
তবে, এদিন বিরোধী দলের বৈঠকের মাত্র কয়েক ঘণ্টা আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বিএসপি, বিজেডি, জেডি (ইউ) এবং সমাজবাদী পার্টি সহ নেতাদের কাছে ঐকমত্যের রাষ্ট্রপতি পদপ্রার্থীর বিষয়ে তাদের সমর্থন এবং পরামর্শ চেয়েছিলেন। যদিও তিনি সরকার পক্ষের কোনও প্রার্থীর নাম জানাননি। বৈঠকে অংশ নেওয়া ১৭টি বিরোধী দলের প্রতিনিধিদের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, স্বাধীনতার ৭৫তম বছরে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তাদের সাধারণ প্রার্থী বেছে নেওয়া হবে এমন একজনকে, যিনি সত্যিকার অর্থেই সংবিধানের রক্ষক হিসেবে কাজ করতে পারবেন। আর মোদি সরকারকে ভারতীয় গণতন্ত্র ও যুক্তরাষ্ট্রীয় কাঠামো যে ক্ষতি করছে তাতে বাধা দিতে পারবেন। এদিন বিজেপি বিরোধী দলগুলির মধ্যে হাজির ছিল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, এনসিপি, ডিএমকে, আরজেডি, সিপিআই (এম), সিপিআই, আরএসপি, শিবসেনা, সিপিআই (এমএল), ন্যাশনাল কনফারেন্স, পিডিপি, জেডি (এস), মুসলিম লীগ, আরএলডি এবং জেএমএম। তবে অরবিন্দ কেজরওয়ালের আপ, অকালি দল, ওয়াইএসআর কংগ্রেস, বিজেডি, টিআরএস, মিম, সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টের মতো দলগুলি বৈঠক এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বিরোধী দলের কিছু অংশের মধ্যে আপত্তির মধ্যে, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বৈঠকে স্পষ্ট করে দিয়েছিলেন যে কংগ্রেসের “কোনও নির্দিষ্ট প্রার্থী মাথায় নেই” এবং তারা সর্ব সম্মতিক্রমে প্রার্থী নির্বাচনের পক্ষে। সূত্রের খবর, বৈঠকে পাওয়ার, খাড়গে এবং মমতাকে আলোচনার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। এদিনের বৈঠকে প্রেসিডেন্ট প্রার্থী নর্বিাচন না হওয়ায় পরবর্তী বৈঠকে ২০ বা ২১ জুন শীর্ষ নেতারা উপস্থিত থেকে সর্বসম্মতিক্রমে সিস্ধান্ত নেবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct