আপনজন ডেস্ক: বুরকিনার উত্তরাঞ্চলের গ্রাম ফাসোয় সশস্ত্র বিদ্রোহীরা হামলা চালিয়েছে। এতে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। দেশটির সরকারের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সময় শনিবার ও রোববার সেনো প্রদেশে এ হামলা চালানো হয়। দেশটির সীমান্তবর্তী এসব এলাকায় সম্প্রতি হামলা বেড়েে গেছে, বলছেন সংশ্লিষ্টরা। এই অঞ্চলে আল-কায়েদা ও আইএসও সক্রিয় রয়েছে বলে জানা গছে। সোমবার দেশটির সরকারের মুখপাত্র লিওনেল বিলগো জানান, শনিবার রাতে সেতেঙ্গা গ্রামে হামলার পর সেনাবাহিনী এখন পর্যন্ত ৫০টি মৃতদেহ খুঁজে পেয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে মৃতের সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। একজন নিরাপত্তা কর্মকর্তা সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, অন্তত ১০০ জন নিহত হয়েছেন ঐ হামলায়। অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক সূত্র জানায়, ১৬৫ জন নিহত হয়েছে এ ঘটনায়। জাতিসংঘ এ হামলার নিন্দা জানিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct