আপনজন ডেস্ক: ইসরায়েলে নেতানিয়াহুকে সরিয়ে ক্ষমতায় আসার এক বছর পরই নড়বড়ে হয়ে পড়েছে প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সরকার। সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে জোট সরকার এখন পতনের দ্বারপ্রান্তে। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা না থাকায় অনেক বিলও পাশ করতে পারছেন না প্রধানমন্ত্রী বেনেট। জোট সরকারে সংকট বাড়ছে। ফলে সামনের মাসগুলোতে যে কোনো সময় আবারও আগাম ভোটের তারিখ ঘোষণা করা হতে পারে। তবে প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তারা সরকার ধরে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বাজেট ঘাটতি কমাতে সফলতার স্বাক্ষর রেখেছেন। প্রধানমন্ত্রী বেনেট উদারপন্থী এবং আরব মুসলিম পার্টির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct