অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: প্লাস্টিক বর্জনের বিষয়ে সচেতনতামলক প্রচার অভিযানের অংশ হিসেবে বর্ণাঢ্য র্যালি বালুরঘাট পৌরসভার। স্বচ্ছ ও দূষণমুক্ত পৌরসভা গড়তে বালুরঘাট পৌরসভার উদ্যোগে ৭৫ মাইক্রনের নীচে সমস্ত প্লাস্টিক ক্যারি ব্যাগ বর্জন করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে প্রচার শুরু করেছে বালুরঘাট পৌরসভা। এদিনের এই র্যালিতে হাজির ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ পৌরসভার অন্যান্য কাউন্সিলররা।র্যালি টি গোটা শহর পরিক্রমা করে। পাশাপাশি একটি ট্যাবলেট মাধ্যমেও সচেতনতা মূলক প্রচার চালানো হচ্ছে বালুরঘাট পৌরসভার তরফে।
এবিষয়ে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র জানান, বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে ১ জুলাই থেকে ৭৫ মাইক্রোনের নিচে ক্যারিব্যাগ ব্যবহার করা নিষিদ্ধ করার উদ্যোগ নেয়া হয়েছে। এই বিষয়ে সচেতনতামূলক প্রচারের অঙ্গ হিসেবে আজকে এই সচেতনতা মূলক র্যালির আয়োজন করা হয়েছিল। বালুরঘাটের মানুষের কাছে আমাদের আবেদন আপনারা প্লাস্টিক বর্জন করুন এবং পরিবেশকে দূষণমুক্ত রাখতে সহযোগিতা করুন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct